Sunday 19 May, 2024

For Advertisement

লাইশাক দিয়ে টাকি মাছ

6 August, 2021 9:21:12

লাই শাক দিকে টাকি মাছ বা ভেড়া মাছের চাটনি আমাদের সিলেটে খুবই জনপ্রিয় খাবার। বিশেষ করে গ্রামাঞ্চলে খুবই প্রসিদ্ধ। শীতের দিনে মাছ ধরতে গেলে টাকি মাছ পেলে মাকে বলতাম লাই পাতা দিয়ে চাটনি করবার জন্য। সেই স্বাদ আর লাই পাতার সুগন্ধ আজো লেগে আছে নাকেমুখে।

প্রবাসে টাকি মাছ তেমন একটা পাওয়া যায়না। বাংলাদেশ থেকে খুব কমই আসে। বেশিরভাগই মেকরিল মাছ দিয়ে খাওয়া হয়। মেকরিল মাছের চাটনি আগের রেসিপিতে দেয়া আছে, একই রকমের। আজ দেখে নিন টাকি মাছের চাটনি।

উপকরণঃ–

টাকি মাছ/ভেড়া মাছ/মেকরিল মাছ ২টি

তেল ২টেবিল চামচ

পেঁয়াজ কুচি দুইটা মিডিয়ম সাইজের।

৩/৪ কড়া রসুন কুচি

৫/৬টি কাঁচামরিচ কুচি করে কাটা অথবা শুকনো মরিচ ভেজে আধা গুঁড়ো করে নেয়া

এবং লবন পরিমাণমতো।

কিভাবে তৈরি করবেনঃ-

প্রথমে মাছ গুলোকে একটা তাওয়াতে ভেজে অথবা অভেনে গ্রিল করে নিবেন। ভাজা হয়ে যাবার পর ঠাণ্ডা করে মাছের কাঁটা বেছে নিন।

এবার প্যানে তেল গরম করে রসুন কুচি ছেড়ে দিন। রসুন বাদামী রঙের হয়ে আসলে পিয়াজ কুচি এবং লবন ছেড়ে দিয়ে পেঁয়াজ বাদামী রঙ হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। পেঁয়াজ বাদামী এবং কিছুটা নরম হয়ে আসলে লাই পাতা ও মাছ একসাথে ছেড়ে দিন। ভালকরে নেড়ে ১০ মিনিটের জন্য ঢেকে স্লো ফ্লেইমে রেখে দিন। ১০ মিনিট পর আবার নেড়ে ৫মিনিটের জন্য ঢেকে রাখুন। ব্যাস রেডি হয়ে গেল আপনার লাই পাতা দিয়ে টাকি মাছের চাটানি।

ভাতের সাথে সাইটডিশ হিসাবে পরিবেশন করুন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore