Thursday 9 May, 2024

For Advertisement

মুহূর্তেই নেলপলিশ শুকানোর কৌশল

30 April, 2023 6:15:45

ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নেলপলিশের ব্যবহার দ্বিগুণ বেড়ে যায়। তবে নেলপলিশ ব্যবহারের পরে তা শুকানোর জন্য কয়েক মিনিট পর্যন্ত বসে থাকতে হয় যা খুবই বিরক্তিকর। আবার নেলপলিশ ব্যবহার করে একটু অসতর্ক হলেই দাগ লেগে যেতে পারে পোশাকে। তবে নেলপলিশ দ্রুত শুকানোর কয়েকটি কৌশল আছে যার মাধ্যমে মুহূর্তেই শুকিয়ে নিতে পারবেন নেইলপলিশ…

– নেলপালিশ ব্যবহারের পর আঙুলগুলো বরফ ঠাণ্ডা পানিতে এক মিনিট চুবিয়ে রাখুন। এর ফলে নেলপলিশ জমে গিয়ে দ্রুত শুকিয়ে যাবে।

– হেয়ার ড্রায়ারের ঠান্ডা বাতাস চালিয়েও আপনি নেলপলিশ দ্রুত শুকিয়ে নিতে পারবেন।

– নেলপলিশ ব্যবহৃত নখের উপর এক ফোটা বেবি অয়েল তেল স্প্রে করে নিতে পারেন। এই তেল নেলপলিশ মিশে গিয়ে দ্রুত শুকিয়ে দেয়। পরে আঙ্গুল গুলো ভালো করে ধুয়ে নেবেন।

– হেয়ার স্প্রে এর সাহায্যে নেলপালিশ শুকিয়ে নিতে পারেন। তবে হেয়ার স্প্রে বোতল অবশ্যই আঙ্গুল থেকে ৩০ সেন্টিমিটার দূরে রাখবেন।

– নেল পলিশ লাগানোর পর ছোট একটি বাটিতে ল্যাভেন্ডার পেপার্মিন্ট এর মতো কোনো এসেনশিয়াল অয়েল ঢেলে তার মধ্যে নখ চুবিয়ে রাখুন।

এক মিনিটের মধ্যেই নেলপালিশ শুকিয়ে যাবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore