Monday 20 May, 2024

For Advertisement

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ চালু

6 October, 2021 7:10:55

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উইন্ডোজ ১১ চালা হয়েছে। ৫ অক্টোবর পৃথিবীর বিভিন্ন দেশে এটি রোল আউট করা হয়েছে। অর্থাৎ জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের কম্পিউটারে পৌঁছাতে শুরু করেছে।

টেক পোর্টালগুলোর প্রতিবেদন বলছে, ইতিমধ্যে বিভিন্ন কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেটও পাঠাতে শুরু করে দিয়েছে মাইক্রোসফট। এর আগে অনেকেই উইন্ডোজ ১১ বিটা ভার্সন ইনস্টল করলেও এবার স্টেবল আপডেট হাজির হল।

নতুন অপারেটিং সিস্টেমের ফাইনাল ভার্সনে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার্স। এছাড়াও, উইন্ডোজ ১১ এর লুক ঢেলে সাজিয়েছে মাইক্রোসফট।

ডিজাইন পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হল, উইন্ডোজ ১১ এর স্টার্ট মেন্যু। একেবারে স্ক্রিনের মাঝখানে চলে আসছে এটি। পাশাপাশিই আবার গোটা অপারেটিং সিস্টেমেই রাউন্ডেড কর্নার ব্যবহৃত হয়েছে। টাচ স্ক্রিন ডিভাইস ব্যবহারের জন্য ডিজাইনে বিশেষ নজর দেওয়া হয়েছে।

প্রায় সব উইন্ডোজ ১০ কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেট করা যাবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore