Wednesday 19 November, 2025

For Advertisement

লিটন-হৃদয়ের জুটিতে বাংলাদেশের দারুন জয়

12 September, 2025 11:26:50

টি-২০’র যুগে নিঁখাদ ব্যাটিং উইকেটে ১৪৪ রান বড় টার্গেট নয়। যদিও বাংলাদেশের মতো দলের বিপক্ষে হংকং-এর ৭ উইকেটের ওই পুঁজি ভালোই বলতে হবে। জবাব দিতে নেমে বাংলাদেশ ৫.৪ ওভারে ৪৭ রানে ২ উইকেট হারাতেই সতর্ক হয়ে যায় টাইগাররা। উইকেট বাঁচিয়ে সহজে জয়ের পথে হেঁটে ১৪ বল থাকতে ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করেছে লিটন দাসের দল।

এর আগে, টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লিটন দাস। প্রথম ওভারে তাসকিন আহমেদ হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে আউট করেন। ইনিংসের পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিব বাবর হায়াতকে বোল্ড করেন।

জিসান আলী ও নিজাকাত খানের ৪১ রানের জুটির পর নিজের দ্বিতীয় শিকার হিসেবে জিসানকে আউট করেন সাকিব। ইয়াসিম মুর্তুজা মাত্র ১৯ বলে ২৮ রান করেন, তবে রান আউট হন। নিজাকাতকে ফেরানোর পর কিঞ্চিত শাহ লেগ-বিফোরে আউট হন। এ ছাড়া তাসকিন আহমেদ তার শেষ ওভারে আইজাজ খানের উইকেট পান।

বাংলাদেশের ব্যাটিং এখন লিটন ও তামিমের ওপর নির্ভর করছে, জোড়া উইকেটে ধরে রানের গতি বাড়ানোর চেষ্টা চলছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore