Thursday 9 May, 2024

For Advertisement

সৌদিতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

20 October, 2022 11:17:36

সৌদি আরবের রাজধানী রিয়াদে রেজাউল হক (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সৌদি পুলিশ। তবে নিহতের একটি ভিডিও দেখে তার পরিবারের লোকজন বলছেন এটি আত্মহত্যা না, এটি পরিকল্পিত হত্যা।

বুধবার দুপুরে রেজাউলের মৃত্যুর খবরটি পায় তার পরিবার। একই সঙ্গে সে দেশে তার সঙ্গে কর্মরত একজন রেজাউলের ঝুলন্ত মরদেহের একটি ভিডিও পাঠায়।

রেজাউল হক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাউমাঝির বাড়ির সৈয়দ আহমদের ছেলে।
নিহতের পরিবর জানায়, রেজাউল দীর্ঘ ২০ বছর যাবত প্রবাসে রয়েছেন। চার বছর আগে ছুটিতে দেশে এসে আবার চলে যান। তার দুই মেয়ের মধ্যে একজনকে বিয়ে দিয়েছেন। পরিবারকে স্বাবলম্বী করতে তার চেষ্টার কমতি ছিল না। চলতি বছরে একেবারে দেশে ফিরে আসার কথা ছিল তার।

নিহতের ভাই ওবায়দুল হক জানান, রেজাউলের কর্মস্থলের লোকজন রেজাউলের মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করছে। কিন্তু সে আত্মহত্যা করবে এমন কোনো কারণ ছিল না। দেশে পরিবার, স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন সবার সঙ্গে তার সম্পর্ক অনেক ভালো ছিল।

তিনি দাবি করেন, রেজাউলের নিথর দেহের ঝুলন্ত ভিডিও দেখে বুঝা যাচ্ছে সে আত্মহত্যা করেনি। মালিকপক্ষ তাকে খুব ভালোবাসতো। প্রতিহিংসাবশত কেউ তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন চোখে অন্ধকার দেখছে নিহতের স্ত্রী ও দুই মেয়েসহ পুরো পরিবার। রেজাউলের মৃতদেহ দেশে আনতে আহাজারি করছে অসহায় পরিবার, চেয়েছেন সরকারের সহযোগিতা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore