Thursday 28 March, 2024

For Advertisement

যুক্তরাষ্ট্রে বেড়েই চলছে সহিংসতা, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

24 March, 2021 10:43:41

যুক্তরাষ্ট্রে দিন দিন বন্দুক হামলাসহ সহিংস ঘটনা বেড়েই চলেছে। দেশটিতে এক সপ্তাহে সাতটি বন্দুক হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এদিকে কলোরাডোতে বন্দুক হামলার পর এখন স্তব্ধ পুরো বোল্ডার শহর। সেখানে বসবাসকারী বাংলাদেশিরা নিরাপদে থাকলেও একের পর এক হামলার ঘটনায় তারা আতঙ্কিত। বন্দুক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে কার্যকর করার ওপর জোর দিয়েছেন তারা।

গত সপ্তাহে জর্জিয়ার আটলান্টায় তিনটি ম্যাসাজ পার্লার ও স্পাতে ছয় এশীয় নারীসহ আটজনকে গুলি করে হত্যা করা হয়। সপ্তাহ না ঘুরতেই আবার কলোরাডোর বোল্ডার শহরে বন্দুক হামলায় ১০ জন নিহত হন। স্তম্ভিত যুক্তরাষ্ট্রের মানুষ। বোল্ডার শহরের কাছেই বসবাস করেন বাংলাদেশের কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি।

কলোরাডো লেখক ও সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, ওই শহরে আমরা অনেক দিন বসবাস করেছি। আর যে মার্কেটে ঘটনা ঘটেছে সেখানেও যাওয়া-আসা ছিল।ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়।

কলোরাডোয় বসবাস করা লেখক পূরবী বসু মনে করেন, বন্দুক আইন পরিবর্তন এবং অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণ করা না গেলে এ ধরনের হামলা বন্ধ করা কঠিন।

গত ১৬ মার্চ আটলান্টায় আটজনকে গুলি করে হত্যা করা হয়। ২০ মার্চ টেক্সাসের ডালাসে একটি নৈশক্লাবে বন্দুকধারীর হামলায় এক তরুণী নিহত হন। একই দিন পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় একটি আবাসিক এলাকায় গুলিতে মারা যান আরও একজন। এসব ঘটনায় আহত হন আরও অনেকে।

বর্ণবৈষম্য, বিদেশিদের প্রতি ঘৃণা এবং নারীবিদ্বেষের মতো ঘটনা যুক্তরাষ্ট্রে দিন দিন বাড়ছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ ঘটনাগুলোকে আমেরিকা আর মেনে নিতে পারে না। তাহলে কী করবেন তিনি? সবাই তাকিয়ে আছেন সেদিকে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore