Wednesday 19 November, 2025

For Advertisement

অভিনেতা রাজীবের চলে যাওয়ার ১৭ বছর

14 November, 2021 5:14:08

বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা রাজীব। নায়কের ভূমিকায় তারকাখ্যাতি পেলেও সিনেমার পর্দা কাঁপিয়েছেন খলনায়ক হিসাবেই। কিংবদন্তি এই অভিনেতা ২০০৪ সালের ১৪ নভেম্বর চিরতরে না ফেরার দেশে চলে যান।

ওয়াসীমুল বারী রাজীব, চলচ্চিত্রপ্রেমীদের কাছে ‘রাজীব’ নামেই বেশি পরিচিত তিনি। অভিনয় জীবনে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সিনেমা জগতে আসার আগে অবশ্য তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন এই অভিনেতা। ১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক, পরের বছরেই তারকাখ্যাতি পান কাজী হায়াৎ পরিচালিত ‘খোকনসোনা’ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করে।

খলনায়ক হিসেবেই সফল বলা যায় এই অভিনেতাকে। তবে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেও দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই, বিদ্রোহ চারিদিকে, দাঙ্গা প্রভৃতি।

অভিনয়ের পাশাপাশি নেতৃত্বেও অসামান্য গুণের অধিকারী ছিলেন রাজীব। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করা এই অভিনেতার জীবন প্রদীপ নিভেছিল মাত্র ৫২ বছরেই।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore