Thursday 2 May, 2024

For Advertisement

বিমানবন্দরের টয়লেট থেকে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

27 April, 2022 7:56:06

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় ৪৬টি স্বর্ণ বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। এ বিষয়টি গণমাধ্যমকে শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে কাস্টমস গোয়েন্দা দল। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ান ২টি বান্ডেল পাওয়া যায়। যেখানে ৪৬টি স্বর্ণের বার ছিল। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণবারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore