Saturday 4 May, 2024

For Advertisement

মারিওপোল: আজভস্তালে সম্পূর্ণ বিজয় ঘোষণা করল রাশিয়া

21 May, 2022 10:37:21

ইউক্রেনের বন্দর শহর মারিওপোল জয়ের জন্য মাসব্যাপী যুদ্ধের পর রাশিয়া বিজয় ঘোষণা করেছে। মস্কো জানিয়েছে, মারিওপোল শহরের আজভস্তাল ইস্পাত কারখানায় থাকা সর্বশেষ যোদ্ধারা আত্মসমর্পণ করেছেন।

দীর্ঘ দিন ধরে ইউক্রেনীয় সৈন্যরা আজভস্তাল ইস্পাত কারখানার বিশাল ভবনে আটকে ছিল। রাশিয়াকে শহরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বাধা দিয়ে এসেছে তারা।

গতকাল শুক্রবারের উচ্ছেদের ঘটনাটি এই যুদ্ধের সবচেয়ে ধ্বংসাত্মক অবরোধের সমাপ্তি চিহ্নিত করে। মারিওপোল সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনীয় ৫৩১ সৈন্য ইস্পাত কারখানাটি ছেড়ে বের হওয়ার পর মারিওপোল শহর এবং ওই কারখানাটি ‘সম্পূর্ণ মুক্ত’ হয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজভস্তালের ভূগর্ভস্থ যে স্থানে ইউক্রেনীয় সৈন্যরা লুকিয়ে ছিল, রুশ সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে সেসব স্থান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আজভস্তার ইস্পাত কারখানার শেষ রক্ষাকারীদের চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তিনি গতকাল বলেছেন, আজ (শুক্রবার) ছেলেরা সামরিক কমান্ডের কাছ থেকে একটি স্পষ্ট সংকেত পেয়েছে যে- তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে এবং তাদের জীবন বাঁচাতে পারে।

জানা গেছে, মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানা কমপ্লেক্সে আটকে থাকা অবশিষ্ট ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধ ধরে না রেখে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় হাইকমান্ড। আজভস্তালে আটকে থাকা সেনাদের নেতৃত্বে থাকা কমান্ডার গতকাল শুক্রবারই এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পূর্বে দনবাসে পুরোদমে চলছে রুশ হামলা। আজভস্তাল ব্যাটালিয়ন কমান্ডার দেনিস প্রোকেপেঙ্কো শুক্রবার টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘ঊর্ধ্বতন সামরিক কর্তৃপক্ষ মারিওপোল নগর প্রতিরোধের অবস্থান ছেড়ে আমাদের গ্যারিসনের সেনাদের জীবন রক্ষার নির্দেশ দিয়েছে। ‘
সূত্র: বিবিসি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore