Saturday 4 May, 2024

For Advertisement

ভারতে রেকর্ড পরিমাণ তাপমাত্রা

16 May, 2022 5:52:48

ভারতের উত্তরাঞ্চলে বিশেষ করে রাজধানী দিল্লিতে রবিবার (১৫ মে) তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এছাড়া ভারতের মুঙ্গেশপুর স্টেশনে ৪৯.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ও নাজাফগড়ে ৪৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একই সময়ে দেশটির আবহাওয়া বিভাগ কেরালাজুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রাজ্যটির পাঁচ জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আবহাওয়া সংস্থা উত্তর ভারতের লোকেদের পরামর্শ দিয়েছে যে এমন তাপমাত্রায় একেবারে প্রয়োজন না হলে তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে। এবং প্রচুর পানি করতে বলা হয়েছে। এর আগে ১৯৪৪ সালে (২৯ মে)) সফদরজং সর্বোচ্চ ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মে মাসে এটি রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। একদিকে ভারতের উত্তরাঞ্চলে তীব্র দাবদাহ বইছে। অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলে দেওয়া হয়েছে ভারি বৃষ্টির সতর্কতা, বিশেষ করে কেরালা ও লাক্ষাদ্বীপে।
রবিবার তীব্র তাপপ্রবাহ সম্পর্কে মানুষকে সতর্ক করতে একটি ‘কমলা’ রঙের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore