Friday 17 May, 2024

For Advertisement

চুলের গোড়া মজবুত হবে এই ৪ উপাদানে!

8 February, 2023 6:48:30

মজবুত চুলের দাবি সকলেই করেন। চুল মজবুত হলে স্টাইল করতে সুবিধে হয়। কিন্তু সকলের চুলের গোড়া মজবুত থাকে না।

চুলের গোড়ায় ঠিকমতো পুষ্টি না পৌঁছালে অনেক সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে চুল আলগাও হতে পারে। তখন দেখা দেয় এক সমস্যা।

চুলের গোড়া মজবুত না হলে চুল পড়ে যায় অনেক পরিমাণে। কিছুদিনের মধ্যেই চুল ফাঁকা দেখায়। তখন মানুষ চুলের এই সমস্যা দেখে আঁতকে ওঠেন।

এছাড়া চুলের গোড়ায় পুষ্টি না থাকলে উজ্জ্বলতাও হারিয়ে যায়। তাই প্রতিটি মানুষকে এই বিষয়টি নিয়ে অবশ্যই সতর্ক রেখে এই ৪ টি জিনিস মাথায় মাখতে পারেন।

আমলকী ও লেবু
সামান্য পানিতে ২ চামচ আমলকী পাওডার মেশান। এবার তার সঙ্গে এক-দুই চামচ মিশিয়ে নিন লেবুর রস। এরপর চুলে মাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

কারি পাতা ও ভৃঙ্গরাজ
কারি পাতার পেস্ট তৈরি করুন। এবার সেই পেস্টে মিশিয়ে দিন ১ চামচ ভৃঙ্গরাজ। এবার এই পেস্ট মাথায় মাখুন। ৩০ থেকে ৪০ মিনিট বাদে ধুয়ে দিন।

শিকাকাই ও দই
দুই চামচ শিকাকাই নিন। এবার তার সঙ্গে মিশিয়ে দিন দই। তারপর মাথায় মেখে ৩০ মিনিট অপেক্ষা। সময় হয়ে গেলে শ্যাম্পু করে নিন।

লেবু ও নিম
নিম পাতা কয়েকদিন শুকিয়ে নিন। এরপর সেই নিম পাতার পাওডার তৈরি করুন। এবার লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন নিমের পাওডার। তারপর মাথায় মেখে ৩০ মিনিট পর ধুয়ে নিন। সূত্র: এই সময়

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore