Tuesday 14 May, 2024

For Advertisement

ঘরোয়া উপায়ে সারা জীবনের মতো খুশকি দূর করুন

7 February, 2022 5:28:53

কম বেশি আমরা সকলেরই খুশকি এর সমস্যার ভুক্তভোগী। খুশকি থাকলে আমাদের মাথার চুল পড়বেই।

এই সমস্যা সবচেয়ে বেশি ভয়াভয় আকার ধারণ করে শীতকালে।

আমাদের সৌন্দর্যের একটা বড় বিষয় হচ্ছে আমাদের চুল। কিন্তু নানা কারণে আমরা চুলের যত্ন সঠিকভাবে নিতে পারি না।

যার ফলে আমাদের চুল পড়া শুরু করে।

আর এই চুল পড়ার প্রধান কারণ হচ্ছে খুশকি। আমাদের চুল সবচেয়ে বেশি পড়ে শীতকালে।

মাথর ত্বকে ব্রণের মত হয়ে প্রচন্ড চুলকানি হয়। তবে সব ধকলের শেষ পরিণতি হয় চুল পড়ে পাতলা হয়ে যাওয়া।

তাই শুরুতেই খুশকি দূর করা প্রয়োজন। আমরা খুশকি দূর করতে নানা ধরনের শ্যাম্পু ব্যবহার করে থাকি। কিন্তু ঘরোয়া উপায়ে একে দূর করা যায় ।

তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কিভাবে খুশকি দূর করা যায় সে সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণঃ
১) লেবুর রস একটি

২) শশা একটি

৩) অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু প্যাকেট একটি

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটা শসা নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এবার একটা ছাকুনির সাহায্যে শশার রস বের করে নিতে হবে।

এবার লেবু থেকে রস বের করে নিতে হবে। এরপর একটি পাত্রে শশার রস, লেবুর রস, এবং অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর প্যাকেট থেকে শ্যাম্পু বের করে নিতে হবে।

এখন সব গুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

ব্যবহারের নিয়মাবলিঃ
প্রথমে একটা তুলার বল নিয়ে মিশ্রনটিতে ডুবিয়ে নিতে হবে। এরপর মাথার চুলে সিথী করে কেটে কেটে স্কাল্পে ম্যাসাজ করতে হবে।

এখন এটিকে এভাবে ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

প্যাকটি সপ্তাহে দুই দিন ব্যবহার করলে দেখবেন আপনার খুশকির সমস্যা আর থাকবে না।

এই ব্যবহারের সাথে সাথে আপনার ব্যবহৃত টাওয়াল, বালিশের কাভার, চিরুনি, ক্লিপ ইত্যাদি নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

তাহলে মাথা থেকে খুশকিকে দূর করতে এখন থেকে ঘরোয়া উপায় অবলম্বন করুন এবং চুলকে সুস্থ রাখুন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore