For Advertisement
রাতের আকাশে আগুন রঙের চাঁদ! বছরের সবচেয়ে বিরল চন্দ্রগ্রহণ রবিবার
বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ঘটতে চলেছে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। রবিবার রাতে আকাশে দেখা যাবে লাল আভায় মোড়া এক রহস্যময় চাঁদ—যাকে বলা হয় ‘ব্লাড মুন’।
বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক সময় সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ৯ টা ৫২ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ। তবে, বিভিন্ন অঞ্চলের স্থানীয় সময় অনুসারে গ্রহণের দৃশ্যপট ভিন্ন হবে।
বাংলাদেশে, চন্দ্রগ্রহণ শুরু হবে রোববার রাত ৯টা ২৮ মিনিটে। চাঁদ পুরোপুরি রক্তিম আভা ধারণ করবে রাত ১১টা ৩০ মিনিট থেকে সোমবার রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত। রাত ২টা ৫৫ মিনিটের পর চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে।
এই মহাজাগতিক দৃশ্য বাংলাদেশ, এশিয়া এবং পশ্চিম অস্ট্রেলিয়াসহ বহু দেশ থেকে পরিষ্কারভাবে দেখা যাবে। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রায় ৮৫% মানুষই এই বিরল চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করতে পারবে।
বিজ্ঞানীরা বলছেন, চাঁদের লাল হয়ে ওঠার পেছনে রয়েছে ‘রেইলি স্ক্যাটারিং’ নামের এক প্রাকৃতিক প্রক্রিয়া। সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে চাঁদে পৌঁছায়, তখন সেই আলো ছড়িয়ে গিয়ে চাঁদকে দেয় এক লালচে আভা।
এই ব্লাড মুন দেখতে কোনো সুরক্ষা চশমা বা বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খালি চোখেই সম্পূর্ণ নিরাপদে উপভোগ করা যাবে এ দৃশ্য। তবে, আরো স্পষ্টভাবে দেখতে চাইলে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
বিশেষ করে নরউইচ শহরের মানুষজন দীর্ঘ সময় ধরে গ্রহণটি উপভোগ করতে পারবেন, যেখানে পূর্ণগ্রাস শুরু হবে স্থানীয় সময় ১৯:২৫ মিনিটে।
এবারের চন্দ্রগ্রহণকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান গ্রহণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই আকাশ পরিষ্কার থাকলে চোখ রাখুন উপরের দিকে—এই রক্তিম জ্যোৎস্না মিস করা চলবে না!
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore