Wednesday 15 May, 2024

For Advertisement

চাঁদের মাটিতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে রোভার

27 August, 2023 5:42:38

চাঁদে তিন লক্ষ্যমাত্রার দুটি পূরণ করেছে চন্দ্রযান-৩। এমনটাই জানাল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। জানানো হয়েছে, আপাতত চাঁদের মাটিতে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে রোভার প্রজ্ঞান। ১৪ দিন আয়ু থাকা রোভার ইতিমধ্যে কয়েকদিন চাঁদের মাটিতে কাজ করে ফেলেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ইসরো বলেছে, চাঁদের মাটিতে সাফল্যের সঙ্গে সফট ল্যান্ডিংয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে। চাঁদে রোভার ঘুরে বেড়ানোর লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। সব পে-লোড স্বাভাবিকভাবে কাজ করছে।

ইতিমধ্যে ইসরোর পক্ষ থেকে রোভার প্রজ্ঞানের একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে। শনিবার একটি ভিডিও পোস্ট করে ইসরো বলেছে, চাঁদের দক্ষিণ মেরুতে চাঁদের রহস্য উদঘাটন করতে শিবশক্তি পয়েন্টের (যেখানে অবতরণ করেছে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম) কাছে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান রোভার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore