Saturday 18 May, 2024

For Advertisement

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা চালু

16 November, 2021 1:29:33

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। এরই ধারাবাহিতায় নতুন দুই ফিচার আনল প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ ‘ডিলিট ফর এভরিওয়ান’- এর সময়ের মেয়াদ বাড়ানোর জন্য কাজ শুরু করেছে। এছাড়াও এখন থেকে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে থেকেও ছবি এডিট, প্রিভিউ লিঙ্ক করতে পারবেন। এবার থেকে গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ওয়েবে টেক্সট টাইপ করার সময় সাজেশানে স্টিকার পাবেন।হোয়াটসঅ্যাপের তরফে একটি নতুন ভিডিও প্লেব্যাক ইন্টারফেসের রোল আউট শুরু হয়েছে আইওএস ভার্সনে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এ জাতীয় আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিও নিয়ে কাজ হবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকের সার্চ লিস্ট দেখতে পারবে না এবং গ্রাহকের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব।

চার বছর আগে ২০১৭ সালে মেসেজ ডিলিট করার জন্য ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ। প্রাথমিক ভাবে এই ফিচারের জন্য সাত মিনিট সময়সীমা ছিল। কয়েকমাস পরে এই সময়সীমা বাড়িয়ে এক ঘণ্টার বেশি করা হয়। শোনা যাচ্ছে, এবার ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের ক্ষেত্রে সময়সীমা আরও বাড়ানো হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore