Saturday 20 April, 2024

For Advertisement

বিশ্বের প্রথম টুইটের মূল্য ২৪ কোটি টাকা!

23 March, 2021 9:14:34

আজ থেকে দেড় দশক আগে চালু হয়েছিল টুইটার। ২০০৬ সালের ৬ মার্চ প্রথম টুইটটি করেছিলেন টুইটারের সিইও জ্যাক ডোরসি।

বিশ্বের প্রথম টুইটটি নিলামে বিক্রি হয়েছে ২৯ লাখ ডলারে। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৪ কোটি ৫৮ লাখ টাকা। ওই অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন বলে জানিয়েছেন ডোরসি।খবর রয়টার্সের।

ওই টুইটটি কিনেছেন সিনা স্টাভি নামে এক ব্যক্তি। তিনি ব্রিজ ওরাকেল নামে একটি কোম্পানির সিইও।

প্রথম টুইটে টুইটারের সিইও লিখেছিলেন— ‘just setting up my twttr’। ভ্যালুয়েবেলস নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিলাম করার সিদ্ধান্ত নেন ডোরসি।

ভ্যালুয়েবেলসের পক্ষ থেকে জানানো হয়েছে— এই টুইটটি খুবই মূল্যবান; কারণ এটিতে রয়েছে যিনি এটি করেছিলেন তার স্বাক্ষর।

আফ্রিকায় করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিলামের এ অর্থ ব্যয় করবেন বলে জানিয়েছেন টুইটারের সিইও জ্যাক ডোরসি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore