Saturday 20 April, 2024

For Advertisement

স্বপ্ন দেখিয়েও হারল বাংলাদেশি লেজেন্ডসরা

13 March, 2021 10:33:37

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসদের বিপক্ষে ব্যাট হাতে এক সময় জয়ের স্বপ্নই দেখিয়েছেন বাংলাদেশের লেজেন্ডস দলের ব্যাটসম্যানরা। কিন্তু সেই স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে শুক্রবার রাতে ব্রায়ান লারাদের কাছে ৫ উইকেটে হেরেছে মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন দলটি।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৬৪ রান আসে বাংলাদেশের। টুর্নামেন্টে দ্বিতীয় ফিফটির আশা জাগিয়ে নাজিমউদ্দিন ফেরেন ৩৩ রানের ইনিংস খেলে।

দ্বিতীয় উইকেটে ৬ ওভারে ৫৬ রান যোগ করেন আফতাব আহমেদ ও মেহরাব অপি। একপ্রান্ত আগলে খেলছিলেন মেহরাব, আক্রমণাত্মক ব্যাটিংয়ে পসরা সাজান করোনাকে হারিয়ে প্রথম মাঠে নামা আফতাব। মেহরাব ৪৫ বলে করেন ৪৪ রান। আর আফতাব আহমেদ ২১ বলে করেন ৩১ রান। শেষদিকে ১৩ বলে দ্রুত ২৬ রান করেন মোহাম্মদ শরিফ। অন্যান্য ব্যাটসম্যানদের সবার রান দশের নিচে। আর বাংলাদেশের ইনিংস থামে ১৬৯ রানে।

১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন কার্ক এডওয়ার্ডস। উইকেটরক্ষক রিডলি জ্যাকবসের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে মাত্র ৪৪ বলে ৭২ রান যোগ করেন এডওয়ার্ডস। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন জ্যাকবস।

পরে পাঁচ নম্বরে নেমে দলকে জয়ের বন্দরে ভেড়ানোর দায়িত্বটা সুনিপুণভাবে পালন করেন অধিনায়ক ব্রায়ান লারা। তিনি শেষপর্যন্ত অপরাজিত থাকেন ২৩ বলে ৩১ রান করে। এছাড়া মহেন্দ্র নাগামুতো অপরাজিত ছিলেন ১০ বলে ১৬ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন আব্দুর রাজ্জাক।

চার ওভারে ১৭ রানের খরচায় ৩ উইকেট নেয়া সুলেমান বেন ম্যাচসেরা নির্বাচিত হন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ লেজেন্ডস: ২০ ওভারে ১৬৯/৭ (নাজিমউদ্দিন ৩৩, মেহরাব ৪৪, আফতাব ৩১, শরিফ ২৬, রাজ্জাক ০, মাসুদ ৫, মুশফিকুর ৩*, রফিক ০, রাজিন ৫*; বেস্ট ৪-০-৩৩-১, স্যানফোর্ড ৩-১-২৭-০, বেন ৪-০-১৭-৩, অস্টিন ৪-০-৪৩-২, রামনারাইন ৩-০-২৬-০, স্মিথ ২-০-১৬-০)।

ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস: ১৮.৫ ওভারে ১৭৩/৫ (পারকিন্স ২২, জ্যাকবস ৩৪, স্মিথ ১০, এডওয়ার্ডস ৪৬, লারা ৩১*, বেস্ট ৫, নাগামুতু ১৬*; মুশফিকুর ২-০-২০-১, শরিফ ২-০-২২-০, রাজিন ৪-০-২৭-০, রাজ্জাক ৩.৫-০-৩৪-২, রফিক ৪-০-৩৮-১, মাহমুদ ৩-০-৩০-০)।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore