Friday 26 April, 2024

For Advertisement

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

21 April, 2021 11:02:56

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। ফলে টস হেরে কিছুক্ষণের মধ্যে ফিল্ডিং করতে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

প্রথম পয়েন্ট অর্জনে উদ্দেশ্যের এবার শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে মুমিনুল হকের দল। কেননা এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৫টি ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হেরেছে টাইগাররা। বাংলাদেশই একমাত্র দল যারা এখনো কোনো পয়েন্ট পায়নি। টেবিলে নয় নম্বরে রয়েছে রাসেল ডোমিঙ্গো শিষ্যরা।

আগের পাঁচ ম্যাচে যাই হোক না কেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততেই সফরে গিয়েছে বাংলাদেশ। তবে দুদলে মুখোমুখিতে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। জয়, সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ, সর্বোচ্চ উইকেট, সর্বোচ্চ জুটি- সব রেকর্ডই কথা বলছে লঙ্কানদের পক্ষে।

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত মোট ২০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৬টি ম্যাচেই জিতেছে লঙ্কানরা। আর ২০১৭ সালের নিজেদের শততম টেস্ট খেলতে নেমে শ্রীলঙ্কার মাটিতে ৪ উইকেটের জয় পেয়েছিল মুশফিকুর রহিমের দল। লঙ্কানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয় এই একটিই। অন্য তিনটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে শ্রীলঙ্কা সর্বোচ্চ সংগ্রহ ৭৩০ রান। আর বাংলোদেশের সর্বোচ্চ সংগ্রহ ৬৩৮ রান। ২০১৩ রানে দেশের মাটিতে এই রেকর্ডটি গড়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক মোহাম্মদ আশরাফুল। পাঁচটি সেঞ্চুরিতে ১০৯০ রান করতে সক্ষম হন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কান কিংবদিন্ত ক্রিকেটার কুমার সাঙ্গাকারা বাংলাদেশের বিপক্ষে সাতটি সেঞ্চুরিতে সংগ্রহ করেছেন দুদলে যেকোনো ব্যাটসম্যানের বেশি ১৮১৬ রান।

বল হাতেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে কালজয়ী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। মাত্র ২২ ইনিংসে সর্বোচ্চ ৮৯টি উইকেট লুফে নেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে ১২ ইনিংসে সর্বোচ্চ ২৯টি উইকেটের নিতে সক্ষম হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে অতীত পরিসংখ্যান যাই নির্দেশ করুক, পাঁচদিনের ম্যাচে প্রতি সেশনে ব্যাটে-বলে যে দল বেশি ভালো করতে পারবে, জয় আসবে পক্ষেই। কে জিতবে আর কে হারবে নাকি আবার ড্র হবে- সেটা বোঝা যাবে পাঁচদিনের ম্যাচ শেষেই।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক(অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ:

দিমুথ করুনারত্নে(অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান দিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore