Wednesday 8 May, 2024

For Advertisement

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন মাশরাফি

27 March, 2022 9:04:51

এই মুহূর্তে আইসিসি ওয়ানডে সুপার লিগে সর্বোচ্চ ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এখনো চূড়ান্ত না হলেও আসন্ন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের সরাসরি সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত। বিশ্বকাপের আসর বসবে ভারতে। এ কারণে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে অনেকেই বিশ্বাস করছে, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ রয়েছে তামিম বাহিনীর সামনে।

অবশ্য জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখনই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে চান না। তবে তিনি বিশ্বাস করেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। আর বিশ্বকাপ জয় ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন।

রবিবার (২৭ মার্চ) সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘সেমিফাইনাল পর্যন্ত বলা যায় এই দল উঠবে। এটা আমার বিশ্বাস, যেহেতু ভারতে খেলা। ২০১৯ সালের বিশ্বকাপের পর আমি বলেছিলাম, বিশ্বকাপ জেতার মতো এই দলটার সম্ভাব্য সব কিছুই আছে। এজন্য খেলোয়াড়দের ফিট থাকা জরুরি। এখনো দেড় বছর বাকি, তার আগে অনেক ম্যাচ ও সিরিজ আছে। সেগুলো ভালোভাবে শেষ করতে হবে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্বকাপের আগে ফর্মে ও সুস্থ থাকাও জরুরি।’

বিশ্বকাপ জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘শুধু ভালো খেললে বিশ্বকাপ জয় হয় না, এটার জন্য ভাগ্য প্রয়োজন। সেমিফাইনালে ওঠার পর শুধু ভালো খেললেই হবে না, সেমি এবং ফাইনাল জিততে হলে ভাগ্যেরও দরকার আছে।’

কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় করেছে বাংলাদেশ। এর পরই দলের মধ্যে বিশ্বাস জাগ্রত হয় যে, এই দল নিয়ে বিশ্বকাপ জয় করা সম্ভব। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও বলেছেন, সেই বিশ্বাস যেন সবাই রাখে। তবে ওয়ানডে দলে এখনো উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘উন্নতির তো আসলে শেষ নেই। একটা দল যখন ভালো খেলা শুরু করে, তখন কিছু দুর্বল জায়গাও থাকে। বড় টুর্নামেন্টে যত কম ভুল করা যায়, ততই ভালো। এই ওয়ানডে দল ২০১৫ সাল থেকেই ভালো খেলছে, একটা ছন্দ চলে এসেছে। এই ছন্দ মস্তিস্কেও কাজ করে, যখন দল খেলতে নামে, এটা খুব ভালো সুযোগ।’

বিশ্বকাপে ভালো করার ক্ষেত্রে কারণও ব্যাখ্যা করেছেন সাবেক এই অধিনায়ক। মাশরাফি বলেন, ‘আমাদের জন্য এটাই আশাবাদী হওয়ার মতো ফরম্যাট (ওয়ানডে)। দীর্ঘদিন ধরে আমরা এই ফরম্যাটে ভালো খেলছি। আর ৪ জন অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা প্রায় ১৩-১৪-১৫ বছর খেলছে। চারজনের অভিজ্ঞতা মেলালে প্রায় ৬০ বছর। লিটন, তাসকিনদেরও ৭-৮ বছর হয়ে গেছে। এখন ওদের পারফর্ম করার সময় এবং করছেও তারা।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore