Sunday 26 January, 2025

For Advertisement

বাতিল হলো ভারত-শ্রীলংকা ম্যাচ

27 July, 2021 9:36:52

শ্রীলংকা সফরে জৈব সুরক্ষা বলয়ে থেকেও ভারতের একজন তারকা ক্রিকেটার মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন খবর চাউর হতেই ভারত-শ্রীলংকা ম্যাচ বাতিল করা হয়।

ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার কারণে স্থগিত হয়ে গেল ভারত-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলাটি।

ক্রুনাল পান্ডিয়ার করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি বুধবার রাত সাড়ে ৮টায় কলোম্বয় শুরু হওয়ার কথা ছিল। একই ভেন্যুতে একই সময়ে পরদিন সিরিজের শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল।

সিরিজের প্রথম খেলায় শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ১৬৫ রানের টার্গেট তাড়ায় শ্রীলংকা হেরে যায় ৩৮ রানের ব্যবধানে।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়ায় শ্রীলংকা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore