Thursday 18 April, 2024

For Advertisement

মালয়েশিয়ায় লকডাউনের শর্ত ভাঙায় ১২ বাংলাদেশির জরিমানা

19 May, 2021 11:41:35

সরকারি নির্দেশনা (এসওপি) অমান্য করে ধারণক্ষমতার বাইরে যাত্রী নিয়ে একটি গাড়িতে পারাপারের সময় একটি নির্মাণ সংস্থার ১২ জন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ান মুদ্রায় জনপ্রতি এক হাজার ৫০০ রিঙ্গিত করে অর্থদণ্ড প্রদান করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যের জিমাস এলাকার জালান রম্পিন-পাসির বেসারের হাইওয়ের চেকপোস্টে এই জরিমানা করা হয়। এ সময় একজনের কাছে দেশটিতে বৈধ বসবাসের কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়।

জেমপোল জেলা পুলিশপ্রধান সুপ্ত হু চ্যাং হুক জানান, জনসাধারণকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে শহরের বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসানো হয়। এরপরও সরকারি নির্দেশনা (এসওপি) অমান্য করে ধারণক্ষমতার বাইরে যাত্রী নিয়ে ভ্রমণ করায় তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, ১৭ (১) সংক্রামক রোগপ্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ১৯৮৮ (আইন ৩৪২)-এর অধীনে শারীরিক দূরত্বের অনুমতি না দেওয়া একটি গাড়ি ব্যবহারের জন্য নিয়োগকর্তাকে মালয়েশিয়ান মুদ্রায় জনপ্রতি ১০ হাজার রিঙ্গিত অর্থদণ্ড করা হতে পারে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore