Monday 6 May, 2024

For Advertisement

স্মার্ট এনআইডি পাবেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা

30 July, 2022 6:38:12

কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের দীর্ঘদিনের দাবি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) পেতে যাচ্ছেন। এ কার্ডের মাধ্যমে ২২ ধরনের নাগরিক সেবা নিতে পারবেন তারা।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বাংলাদেশ দূতাবাস কুয়েতের ফেসবুক পেজে প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলদেশ থেকে আসা নির্বাচন কমিশনে (ইসি) রেজিস্ট্রেশন টিম এনআইডি দেওয়া সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশ নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন টিম তিন সপ্তাহ অবস্থান করবে কুয়েতে।

যে সব কুয়েত প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নেই তারা অনলাইন ও অফলাইন- দুইভাবে আবেদন করার সুযোগ পাবেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন।

দূতাবাসে অফিস সময়ে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি দিয়ে ফরম পূরণের মাধ্যমেও আবেদন করতে পারবেন। অনলাইন ও অফলাইনের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয় পত্রের আবেদনে ক্ষেত্রে অনলাইন জন্মসনদের কপি, বৈধ বাংলাদেশি পাসপোর্টের কপি, ইউনিয়ন অথবা পৌরসভা থেকে প্রাপ্ত নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন), এবং প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে হবে।

এছাড়া পিতা, মাতা, স্বামী, স্ত্রী-এর জাতীয় পরিচয় পত্র নম্বর প্রয়োজন হবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য আবেদনকারীর নামের তালিকা দূতাবাসের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কতগুলো জাতীয় পরিচয়পত্র প্রয়োজন তা নির্ধারণের জন্য দূতাবাস অনলাইন নিবন্ধনের পদক্ষেপ নিয়েছে।

এ বিষয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআইডি পেলে কুয়েত প্রবাসীরা ২২টি নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর থেকেই এনআইডি কার্যক্রম শুরু করা হবে বলেন জানান রাষ্ট্রদূত।

তিনি আরও জানান, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাঁচ বছর ও ই-পাসপোর্ট পাঁচ কিংবা ১০ দশ বছর মেয়াদি করার সুযোগ থাকবে। তবে কুয়েত দূতাবাস ই-পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া এখনো শুরু করেনি। অন্যদিকে প্রবাসীদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিতে বাংলাদেশ দূতাবাস এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore