Saturday 27 April, 2024

For Advertisement

বাংলাদেশি অভিবাসী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

30 March, 2021 8:22:08

সৌদি আরবের দাম্মামে সাগর পাটোয়ারী নামে এক বাংলাদেশি অভিবাসীকে হত্যার ঘটনায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

মঙ্গলবার রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, ২০০৬ সালের জুনে দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সঙ্গে সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বাদানুবাদ হয়। এক পর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর নিহত হন। গুলি করার পর উমর ঘটনাস্থল হতে পালিয়ে যান। দীর্ঘদিন তদন্তের পর ২০১৮ সালে স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরিকে শনাক্ত এবং আটক করে বিচারের সম্মুখীন করে।

সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত ২৪ মার্চ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেয়।

সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার, নাগিরপাড় গ্রামের হাজী সোনা মিয়ার সন্তান। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশি গৃহকর্মী আবিরন হত্যায় সৌদি আরবে এক গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড দেয় আদালত।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore