Tuesday 7 May, 2024

For Advertisement

চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

22 March, 2023 7:47:57

দেশের অধিকাংশ জেলাতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে দেশে রমজান পালন শুরু হবে।

আজ বুধবার (২২ মার্চ) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোজা শুরুর তারিখ নির্ধারণে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এই সভায় সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। ফলে মুসলমানরা বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ পড়ে শেষরাতে সেহরি খেয়ে রোজা রাখবেন।

এর আগে মঙ্গলবার সৌদির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রমজান মাস শুরু হচ্ছে বৃহস্পতিবার। দেশটির মুসলমানরা সেদিন থেকে রোজা রাখা শুরু করবেন বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।

মুসলমানরা চান্দ্র মাসের পঞ্জিকা অনুসরণ করেন, যেখানে ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর হিসাব করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমজানের শুরু হয়। এবার চাঁদ দেখা না যাওয়ায় বুধবার শেষ হবে শাবান মাস এবং বৃহস্পতিবার রমজান মাস শুরু হবে বলে আরব নিউজের খবরে বলা হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore