Friday 26 April, 2024

For Advertisement

কবরীর মৃত্যুতে ডিএসসিসি’র মেয়রের শোক

17 April, 2021 7:24:04

বাংলা চলচ্চিত্রের কিংবদস্তি অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ এক শোকবার্তায় মেয়র বলেন, “সারাহ বেগম কবরী শুধু একজন অভিনয়শিল্পীই নন বরং মনেপ্রাণে তিনি একজন দেশপ্রেমিক মানুষ এবং আগাগোড়া মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একজন বাঙালিও বটে। তাই, অভিনয়শিল্পী হিসেবে নিজের কর্তব্যবোধ থেকেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের উদাত্ত আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে কলকাতায় বিভিন্ন অনুষ্ঠান ও সভায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে বলিষ্ঠ ভূমিকা রাখেন, আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের।”
তিনি বলেন, “সারাহ বেগম কবরী দীর্ঘ তিন দশক ধরে তাঁর মননশীল ও সৃষ্টিশীল অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে এদেশের সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ অনুষঙ্গে পরিণত করেছেন। তাঁর সৃজনশীল অভিনয় শৈলীর মাধ্যমে তিনি এদেশের মানুষের হৃদয়ে চির অম্লান থাকবেন।”
শোকবার্তায় ডিএসসিসি’র মেয়র মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore