Tuesday 21 May, 2024

For Advertisement

শীতে সুস্থ থাকতে চাইলে যে খাবারগুলো খাবেন না

27 January, 2024 7:19:12
Find out why you feel hungry more often in winter

শীত আসতেই দেখা দেয় সর্দি জ্বর সহ নানা রোগের প্রকোপ। এ সময় সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জের। সবমিলিয়ে শীতকালীন রোগবালাইয়ের সঙ্গে লড়াই মাঝে মধ্যে বেশ কঠিন হয়ে পড়ে। তাই এই আবহাওয়ায় সুস্থ থাকতে বেশ কয়েকটি দিক মাথায় রাখা জরুরী।

বিশেষ করে খাবারের বিষয়ে এ মৌসুমে বেশি সচেতন থাকতে হবে। কয়েকটি খাবার আছে যা বাদ দিতে পারেন সুস্থ থাকতে চাইলে

জেনে নিন কোন কোন খাবারগুলো-

ঠান্ডা পানীয়: এ সময় বরফ ঠান্ডা ড্রিংকস, প্যাকেট জাত ফ্রুট জুস ইত্যাদি না খাওয়াই ভালো। এতে গলা ব্যথা, ঠান্ডা এমন কি টনসিলের ইনফেকশন পর্যন্ত হতে পারে।

অতিরিক্ত ক্যাফেইন: শীতকালে ঘন ঘন চা কফি খাওয়ার প্রবণতা বাড়ে। এছাড়া কফি শরীরের পানির মাত্রা কমিয়ে দিতে পারে। চা, কফি তে থাকা ক্যাফেইন শরীরে আর্দ্রতা কমিয়ে শরীরের ক্ষতি করে।শীতে এমনিতেই পানি কম পান করেন অনেকেই তার ওপর পানির আরও ঘাটতি সমস্যা বাড়াতে পারে। কাজেই ঘন ঘন চা বা কফি খাওয়ার আগে সতর্ক হন।

তেল মসলা এড়িয়ে চলুন: শীতের দিনে তেল মশলা জাতীয় খাবার যতটা সম্ভব কম খান। এ সময় নানা মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যায়। যেহেতু এ সময় ঘাম ঝরানোর অবকাশ তুলনামূলক কম তাই এ ধরনের খাবার নাও হজম হতে পারে। পেটের সমস্যার পাশাপাশি বাড়তি মেদ ও জমতে পারে।

ধূমপান: শীতকালে অতিরিক্ত ধূমপান স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক হতে পারে। যাদের সিওপিডির সমস্যা রয়েছে তারা অবশ্যই ধূমপান কমিয়ে দিন। শীতকালে অতিরিক্ত মদ্যপান ও বিপদ ডেকে আনতে পারে।এছাড়া শীতকালে কাঁচা শাকসবজি খেতে নিষেধ করেন পুষ্টিবিদরা। শীতকালে যেহেতু হজমের সমস্যা দেখা দেয় তারপর কাঁচা খাবার খেলে সমস্যা আরো বাড়তে পারে। এ সময় বাদ দিতে হবে প্রসেসড ফুড যেমন সসেজস, বেকন ইত্যাদি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore