Tuesday 21 May, 2024

For Advertisement

শীতে ওজন কমাতে যা খাবেন জানুন

16 January, 2024 11:43:14
Know-what-to-eat-to-lose-weight-in-winter.

ওজন কমানোর অন্যতম উপায় হলো পরিমিত ও পুষ্টিকর খাবার খাওয়া। তবে অনেকেই মনে করেন, না খেয়ে থাকলে বোধ হয় ওজন কমে দ্রুত।

তবে এই ধারণা ভুল, পুষ্টিবিদরা জানাচ্ছেন ওজন কমাতে গিয়ে যদি শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাব ঘটে তাহলে ওজন তো কমেই না বরং নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

এজন্য ওজন কমানোর জন্য দরকার সঠিক পরিকল্পনা। এক্ষেত্রে এমন খাবার বেছে নিতে হবে যেগুলো খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে আবার শরীর সুস্থ রাখতে পারবেন।

জেনে নিন শীতে ওজন কমাতে যে খাবারগুলো বেশি রাখবেন পাতে-

প্রোটিন সমৃদ্ধ খাবার: প্রোটিন শরীরের পেশী মজবুত করে। অতিরিক্ত চর্বি কমাতেও প্রোটিন অত্যন্ত সহায়ক। প্রোটিন সমৃদ্ধ খাবারের থাকা উচ্চ গ্লাইসেমিক দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। দুগ্ধজাত খাবার, ডিম, ফল, সবুজ শাকসবজি ইত্যাদি খাবারে ভরপুর প্রোটিন থাকে।

ওমেগা ৩ সমৃদ্ধ খাবার: পেটের অতিরিক্ত মেদ ও চর্বি কমাতে ওমেগা ৩ জাতীয় খাবার বেশি উপকারী। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ পাওয়া যায়। এছাড়া আখরোট, চিয়া বীজ, সোয়াবিন, ইত্যাদিতে প্রচুর পরিমাণে ওমেগা৩ পাওয়া যায়।

সায়বার সমৃদ্ধ খাবার: বিপাকক্রিয়ায় ব্যাপকভাবে সাহায্য করে ফাইবার। হজম শক্তি বাড়ানোর পাশাপাশি ফাইবার ওজন কমাতে, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের মাত্রা কমাতেও সহায়ক।এক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন বিনস, বিভিন্ন শস্য, ব্রাউন রাইস,বেরি জাতীয় ফল, বাদাম ইত্যাদি খাবার। এ সবে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে।

ভিটামিন সি সমৃদ্ধ খাবার: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শরীরের যাবতীয় দূষিত পদার্থ বাইরে বের করে শরীর তাজা ও ঝরঝরে রাখে ভিটামিন সি। টক জাতীয় ফল, সবুজ শাকসবজি, স্ট্রবেরি, আমলকিতে ভিটামিন সি পাওয়া যায়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore