Wednesday 15 May, 2024

For Advertisement

চোখে ঝাপসা দেখা, হাত পা অবশ হওয়ার লক্ষণ হতে পারে মারাত্মক

9 November, 2023 10:45:47

ব্রেন টিউমারের নাম শুনলে কম বেশি সবাই ভয় পান। এক্ষেত্রে মস্তিষ্কের ভিতরে ক্যান্সার বা নন ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটে। এই টিউমার শুধু মস্তিষ্কেও হতে পারে আবার শরীরের অন্য অংশে তৈরি হয়ে মস্তিষ্কে ছড়াতে পারে।

ব্রেন টিউমারের কয়েকটি ধরন আছে। কত দ্রুত টিউমারটি বেড়ে উঠছে, টিউমারটি ক্যান্সার কিনা ইত্যাদি বিষয় দেখার পরে চিকিৎসকের চিকিৎসা করেন।

তবে বিশেষজ্ঞদের কথায়, এই রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে নিরাময় যোগ্য, অন্যথায় রোগীর প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। তাই ব্রেন টিউমারের কিছু লক্ষণ দেখলে কখনো অবহেলা করবেন না।

প্রাথমিক অবস্থায় অনেকের মধ্যে দেখা দিতে পারে কয়েকটি লক্ষণ-
১. চোখে ঝাপসা দেখা
২. মুখের স্বাদ চলে যাওয়া
৩. কাঁপুনি দেওয়া, মৃগী
৪. হাতের বা শরীরের এক দিক অবশ হয়ে যাওয়া, ভারসাম্যহীন হয়ে পড়া।
৫. হাটতে গিয়ে পড়ে যাওয়া
৬. ব্যক্তিত্বে বদল
৭.অজ্ঞান হয়ে যাওয়া
৮. বমি পাওয়া বা বমি হওয়া ইত্যাদি।

উপরের সব লক্ষণের পাশাপাশি আরও দুটি উপসর্গ আছে যা নিয়মিত দেখা দিতে পারে। এ লক্ষণ হলো প্রচন্ড মাথা ব্যথা ও মাথায় অতিরিক্ত চাপের জন্য নিজেকে অসুস্থ মনে হওয়া। ন্যাশনাল হেলথ সার্ভিসে তথ্যমতে, এই মাথাব্যথা ধরন সাধারন মাথা ব্যথার চেয়েও আরো কষ্টদায়ক। এক্ষেত্রে খুব ব্যথা হয়। এমনকি ব্যথা প্রতিদিনই হতে পারে। তাই মাথা ব্যথাকে সামান্য ভেবে ঔষধ খেয়ে দমিয়ে রাখবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore