Friday 26 April, 2024

For Advertisement

যাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি, যেসব লক্ষণে পরীক্ষা জরুরি

11 April, 2021 11:08:03

ডায়াবেটিসকে সবচেয়ে ভয়ংকর লাইফস্টাইল ডিসঅর্ডার হিসাবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কারণ, এটি শুধু নিজে আসে এমন নয়, কিডনি, চোখ, হার্ট, নার্ভ ইত্যাদি বহু অসুখ ডায়াবেটিসের ফলে শরীরে ঢোকে। একারণে সবসময়ই সচেতন থাকা জরুরি।

যাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি:

# যাদের ওবেসিটি রয়েছে ও সেডেন্টারি জীবনযাত্রা পালন করেন।

# উচ্চরক্তচাপ এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে।

# বংশগতভাবে যাদের পরিবারে ডায়াবেটিস আছে।

# যারা নিয়মিত স্টেরয়েড জাতীয় ওষুধ খান।

# যারা নিয়মিত মদ্যপান ও ধূমপান করেন।
যেসব লক্ষণ দেখলে সতর্ক হতে হবে:

# ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা

# দুর্বল লাগা, ঘোর ঘোর ভাব আসা

# ক্ষুধা বেড়ে যাওয়া

# সময়মতো খাওয়া-দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া

# মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া

# কোন কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া

# শরীরে ক্ষত বা কাটাছেঁড়া হলেও দীর্ঘদিনেও সেটা না সারা

# চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব

# বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা
এসব লক্ষণ দেখা দিলে ডায়াবেটিস পরীক্ষা করুন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore