Thursday 28 March, 2024

For Advertisement

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদ জানালেন বুবলী

20 May, 2021 12:00:13

গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনের ওপর ইসরাইলি বর্বর হামলা চলছে। টানা ৮ম দিনের মতো অব্যাহত এ হামলায় মঙ্গলবার পর্যন্ত ২১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬১ জনই শিশু।

গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবিসংবলিত একটি পোস্ট করেন।

বুবলী তার পোস্টে লেখেন, ‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা! ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নৃশংসতা অতীতের সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ্, ভাবতেই গা শিওরে ওঠে।’

বুবলী তার ফেসবুকে আরও বলেন, ‘নির্বিচারে হামলা চালিয়ে ইসরাইলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহি চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব?’

বুবলী ফিলিস্তিনে নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান। তিনি লেখেন, ‘বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore