Friday 17 May, 2024

For Advertisement

মা হয়েছেন ক্যানসারে আক্রান্ত সিঁথি সাহা

5 October, 2023 6:27:30

এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। দেশে–বিদেশে তার চিকিৎসা চলছে। এবার আনন্দের খবর দিলেন তিনি। প্রথমবার সন্তানের মা হয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসাপাতালে তার কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। নাম রেখেছেন ‘সামারা জয়ী’।

সংবাদমাধ্যমকে খবরটি জানিয়ে সিঁথি বলেন, ‘গতকালই (বুধবার) আমরা মা-মেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। টানা ১৪ দিন হাসপাতালে ছিলাম। কারণ, ও নির্দিষ্ট সময়ের একমাস আগেই পৃথিবীতে এসেছে। স্বস্তির বিষয় আমরা দুজনেই এখন সুস্থ আছি। বাসায় ফিরেছি। সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই।’

সুসংবাদের পাশাপাশি দুঃসংবাদ দিয়েছেন সিঁথি সাহা। এক বছর ধরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত জানিয়ে তিনি বলেন, ‘গত বছর একটি খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি নিশ্চিত হই, আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হই। চিকিৎসা চলছিল। কিন্তু বার বার মনে হতে লাগল, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার একটা অস্তিত্ব রেখে যেতে যাই এই সুন্দর পৃথিবীতে। মূলত সেই সিদ্ধান্ত থেকেই কনসিভ করা।’

এরপর এ গায়িকা বলেন, ‘যেহেতু আমার শরীর ভালো ছিল না, কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফলে আদৌ আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলোয় চোখ মেলাতে পারবো কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দিহান ছিলাম। অবশেষে আমি জয়ী হয়েছি। আমার জয়ীকে পৃথিবীর আলোয় আনতে পেরেছি। এবার আর কিছুই চাওয়ার নেই, হারাবারও নেই। আমাদের জন্য দোয়া করবেন সবাই।’

এদিকে বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে কন্যার ছবি প্রকাশ করেছেন সিঁথি। সেখানে সন্তানের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

গানের পাশাপাশি উপস্থাপনায় দেখা গেঠে সিঁথিকে। সব ঠিক থাকলে আগামী নভেম্বরের শেষে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে আবার কাজ শুরু করতে চান এই গায়িকা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore