Wednesday 24 July, 2024

For Advertisement

কিভাবে পরিণীতির সঙ্গে প্রেম, জানালেন রাঘব

24 May, 2023 7:06:14

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতের আম আদমি পার্টির রাজ্যসভার সংসদ সদস্য রাঘব চাড্ডা সম্প্রতি বাগদান সেরেছেন। ভক্তরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে রাঘব ও পরিণীতির প্রেমের গল্প অজানা ছিল। নিজের প্রেমের গল্প লেখার জন্য কলম ধরলেন ভারতের এই রাজনীতিবিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই গল্প প্রকাশ করেন তিনি।

একটি পোস্টে রাঘব লেখেন- ‘একদিন হঠাৎ করেই আমার জীবনে আবির্ভাব হলো এই মেয়ের। হাসি-খুশি আর আনন্দের রঙে ভরিয়ে দিল আমার জীবন। যার আমাকে জড়িয়ে ধরাও এক স্বর্গীয় অনুভূতি।’

হবু স্ত্রীর সান্নিধ্যে যে আপ্লুত রাঘব, সেটার প্রকাশ তার লেখার ছত্রে-ছত্রে। রাঘব আরও লেখেন- ‘আমাদের বাগদানের অনুষ্ঠানে সবাই এত আনন্দ পেয়েছেন দেখে আমি এতটুকু অবাক হইনি। এত খুশির একটা অনুষ্ঠান আমাদের সবাইকে আরও কাছাকাছি নিয়ে এসেছে— তাও একেবারে পাঞ্জাবি রীতিতে।’

রাঘব ও পরিণীতি লন্ডনে একসঙ্গে লেখাপড়া করেছেন। সেখানেই তাদের বন্ধুত্ব শুরু। তবে প্রেমের শুরু গত বছর থেকে।

বলিউড পরিচালক ইমতিয়াজ আলির পরবর্তী ছবি ‘চমকিলা’য় দেখা যাবে পরিণীতিকে। ওই সিনেমার শুটিং হয়েছে পাঞ্জাবে। তাই অনেকটা সময় সেখানে কাটিয়েছেন এই অভিনেত্রী। এদিকে রাঘব পাঞ্জাবে আপ সরকারে উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। সেই সময়ই বন্ধু হিসেবে পাঞ্জাবে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাঘব।

দেখা হওয়ার পর থেকেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে তাদের। বাকিটা অনেকটা রূপকথার মতো প্রেম। দিল্লির কাপুরথালা হাউসে পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে আংটি বদল করেন রাঘব ও পরিণীতি। কেক কেটে নিজেদের বাগদান উদযাপন করার পরে পরিণীতির সঙ্গে নাচও করেন রাঘব। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore