Wednesday 15 May, 2024

For Advertisement

শেয়ারবাজারে তারল্য প্রবাহ আরও কমল

26 November, 2023 5:54:56

শেয়ারবাজারে তারল্য প্রবাহ আরও কমেছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২ কোটি টাকা লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ শতাংশ কমেছে।

এছাড়াও লেনদেনকৃত ১২০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে মূল্যসূচক কমেছে ২৩ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ৩ হাজার কোটি টাকা।

তবে লেনদেনে এগিয়ে ছিল দুর্বল কোম্পানি। গত সপ্তাহে যে দশটি কোম্পানির শেয়ারের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তারমধ্যে মাত্র ১টি ক্যাটাগরির, বাকি ৯টি বি ক্যাটাগরির কোম্পানি। এরমধ্যে কয়েকটি কোম্পানি নাম সর্বস্ব।

গত সপ্তাহে ৫ দিনে ডিএসইতে ২ হাজার ২ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৪শ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ৫ দিনে ২ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন হয়েছিল। প্রতিদিন গড়ে ৪৩৫ কোটি টাকা হয়েছিল। এ হিসাবে গত সপ্তাহে লেনদেন কমেছে ১৭৫ টাকা। শতকরা হিসাবে যা ৭ দশমিক ৯৬ শতাংশ। আলোচ্য সময়ে ডিএসই ব্রড সূচক ২৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৩ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ২২ পয়েন্ট কমে ২ হাজার ১০৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫২ পয়েন্টে নেমে এসেছে। গত সপ্তাহে ৪০৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ২১৫টি কোম্পানির শেয়ারের দাম।

তবে ২৬টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি। গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার কোটি টাকা। সপ্তাহ শেষে তা কমে ৭ লাখ ৭২ হাজার কোটি টাকায় নেমে এসেছে। এ হিসাবে বাজার মূলধন ৩ হাজার কোটি টাকা কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে শীর্ষ দশের তালিকায় থাকা কোম্পানিগুলোতে ৭৩৫ কোটি টাকা লেনদেন হয়েছে। এরমধ্যে প্রথম অবস্থানে থাকা ফুয়াং সিরামিকের লেনদেন ১৫৮ কোটি টাকা, দ্বিতীয় অবস্থানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের লেনদেন ৮৭ কোটি এবং তৃতীয় অবস্থানে থাকা ইয়াকিন পলিমারের লেনদেন ৮৬ কোটি টাকা।

এরপরে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে এরমধ্যে সেন্ট্রাল ফার্মা ৭২ কোটি, সি অ্যান্ড টেক্সটাইল ৬১ কোটি, রয়েল টিউলিপ সীপার্ল অ্যান্ড স্প্যা বিচ ৬০ কোটি, ফুয়াং ফুড ৫৮ কোটি, প্যাসেফিক ডেনিম ৫৮ কোটি, এমারেল্ড অয়েল ৫২ কোটি এবং খান ব্রাদার্স পিপি ওভেনের ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore