Monday 29 April, 2024

For Advertisement

ব্রয়লার মুরগি খামার থেকে বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়

25 March, 2023 7:34:18

ব্রয়লার মুরগির দাম খামার থেকে সর্বোচ্চ ১৯৫ টাকা নির্ধারণ করেছে দেশের বড় চার কোম্পানি। এছাড়া ভোক্তা পর্যায়ে বাজারেও ব্রয়লার মুরগির দাম কমতির দিকে। গত বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে আলোচনা শেষে বড় কোম্পানিগুলো ১৯৫ টাকায় ব্রয়লার মুরগি বিক্রির ঘোষণা দেয়। এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও।

আফতাব বহুমুখী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান বলেন, ‘দেশের বড় কোম্পানিগুলো ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা মেনে ব্রয়লার মুরগি বিক্রি শুরু করেছে।’

শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাতটি দল। অধিদপ্তরের কর্মকর্তারা দেখেছেন অভিযানকালে নিউমার্কেট বাজারে ব্রয়লার মুরগির কেজিপ্রতি ২৪০ থেকে ২৪৫ টাকায় বিক্রি হয়েছে। আর কাপ্তানবাজারে পাইকারিতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২১০ টাকার কাছাকাছি।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল বলেন, পাইকারি বাজারে ব্রয়লার মুরগির কেজিপ্রতি ২০০ টাকার কমে ব্রয়লার মুরগি আসতে শুরু করেছে। ফলে খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম কমে আসবে।

রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগির কেজি প্রতি ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে এ বাজারে ব্রয়লার মুরগি ২৬০ থেকে ২৯০ টাকায় বিক্রি হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore