Saturday 4 May, 2024

For Advertisement

আট দিন ‘গভর্নরশূন্য’ থাকছে বাংলাদেশ ব্যাংক

4 July, 2022 6:06:25

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার আগামী ১২ জুলাই যোগদান করবেন। নিয়োগ পাওয়ার পর ৪ জুলাই যোগদানের কথা থাকলেও সরকারি চাকরি থেকে তার স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন কার্যকর হবে ১১ জুলাই থেকে।

পরদিন অর্থাৎ ১২ জুলাই আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের হাল ধরবেন। ফলে ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ শূন্য থাকছে। তবে গভর্নরের অবর্তমানে ডেপুটি গভর্নররা তাদের নিজ নিজ ক্ষেত্রে এ দায়িত্ব পালন করবেন।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেছেন, ‘৪ জুলাই থেকে নতুন গভর্নর যোগদানের আগ পর্যন্ত প্রতিদিনের কার্যক্রম অব্যাহত রাখতে চার ডেপুটি গভর্নর স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন।’

‘আর ডেপুটি গভর্নর-১ আহমেদ জামাল গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন। বিদায়ী গভর্নর যোগদানের আগেও এমন পরিস্থিতি হয়েছিল। ওই সময়ের ডেপুটি গভর্নররা একইভাবে দায়িত্ব পালন করেছেন।’

উল্লেখ্য, টানা ছয় বছরের বেশি সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করে ৩ জুলাই বিদায় নিয়েছেন ফজলে কবির। তার স্থলে নিয়োগ পান অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা আব্দুর রউফ তালুকদার।

আব্দুর রউফ তালুকদারের সরকারি চাকরির মেয়াদ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত। গভর্নর পদে যোগ দিতে হলে তাকে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে হবে। আগামী ১১ জুলাই থেকে তার স্বেচ্ছায় অবসরের আবেদন রাষ্ট্রপতির কার্যালয় অনুমোদন দিয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন হবে। পরদিন ছুটি। এরপর অফিস খুলবে ১২ জুলাই। ওইদিনই নতুন গভর্নর হিসেবে যোগ দেবেন আব্দুর রউফ তালুকদার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore