Thursday 9 May, 2024

For Advertisement

কারওয়ান বাজারে দুই হাজার লিটার সয়াবিন তেল জব্দ

2 May, 2022 1:54:05

ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রেক্ষিতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবারের এ অভিযানে দুই হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, কারওয়ান বাজারে বিসমিল্লাহ ট্রেডার্স নামের একটি পাইকারি দোকান থেকে কয়েকদিন ধরে বলা হচ্ছিল, সয়াবিন তেল নেই। গতকাল ওই দোকানে অভিযান চালিয়ে দুই হাজার লিটার মজুদ তেল জব্দ করা হয়।

মনজুর মোহাম্মদ বলেন, ‘

গত কয়েকদিনে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েতেল মজুদ করার দায়ে বেশ কয়েকজন পাইকারি বিক্রেতা ও ডিলারকে শাস্তি দেয়া হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন পাইকারি দোকান থেকেও মজুদ তেল জব্দের কথা জানিয়ে ভোক্তা অধিকার পরিচালক বলেন, ‘আমরা আশঙ্কা করছি ডিলার ও পাইকারি বিক্রেতারা তেলের মজুদ করছেন। আমরা এর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেব।’

এধরনের দোকানগুলোকে এক মাসের জন্য বন্ধ রাখা হবে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে ইউক্রেন যুদ্ধ শুরুর পর মার্চের প্রথমে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা বলে দেশে ভোজ্যতেলের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অন্তত ৪০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। কোথাও কোথাও খোলা সয়াবিনের দাম ২০০ টাকাও নেয়া হয়। তখনও অনেক এলাকার অনেক দোকানে তেল পাওয়া যায়নি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore