Monday 29 April, 2024

For Advertisement

অমর একুশে গ্রন্থমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

30 January, 2023 10:18:03

আর মাত্র একদিন পরই শুরু অমর একুশে গ্রন্থমেলা। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবাবের মেলায় জমজমাট বেচা-বিক্রির আশা প্রকাশকদের।

হাতে আর মাত্র একদিন। নির্ধারিত সময়ের আগে মেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মানকাজ শেষ করতে ব্যস্ত শ্রমিকরা।

প্রায় সব স্টলের অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। এখন চলছে সাজসজ্জার কাজ। স্টল নির্মানে বৈচিত্রের পাশাপাশি ফুটিয়ে তোলা হচ্ছে দেশের ঐতিহ্য আর একুশের চেতনা ।

এবারের মেলায় সব মিলিয়ে ৬০৯ টি প্রতিষ্ঠানের জন্য ৫৫৭টি স্টল ও ৩৮টি প্যাভিলিয়ন থাকছে। করোনা পরবর্তী এবারের মেলা নিয়ে আশাবাদী প্রকাশকরা।

এবারের মেলা সুশৃঙ্খল ও প্রানবন্ত হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। নিরাপত্তায় থাকবে র‌্যাব পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন, এরইপর সবার জন্য উন্মুক্ত হবে অমর একুশে গ্রন্থ মেলা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore