Friday 29 March, 2024

For Advertisement

জনশূন্য প্রাণের বই মেলা, হতাশ প্রকাশকরা

9 April, 2021 6:13:21

একুশের বইমেলার আজ ২৩তম দিন আজ। সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধের মধ্যেই চলছে বই মেলা। তবে বিগত বছরগুলোর তুলনায় এ বছর বই মেলার আয়োজনটা ভিন্ন। কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে বই মেলার আয়োজন করলেও করোনায় সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। বই মেলার চারপাশটা বর্তমানে থমথম পরিবেশ। এ যেন মনে হচ্ছে জনশূন্য। ফলে বই প্রকাশকরা হতাশ।

আজ শুক্রবার (৯ এপ্রিল) সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় আশায় বুক বাঁধছেন সংশ্লিষ্ট সবাই। বেলা ১২টায় মেলার দরজা খুললেও, প্রথম বেলায় পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি তেমন ছিল না। দুপুর গড়িয়ে বিকাল হলে লোক সমাগম বাড়তে থাকে, যদিও একে ভিড় বলা যাবে না।

এভাবে বইমেলা হওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে না পেলেও, মেলা যেহেতু চলছে, সেহেতু প্রাণের টানে ছুটে এসেছেন অনেকে। বিক্রেতা, প্রকাশক, লেখক, সম্পাদকদেরও আশা, আজ ও আগামীকাল পাঠক ক্রেতার সাড়া কিছুটা হলেও মিলবে।

প্রকাশকরা বলছেন- ‘করোনায় লকডাউনের কারণে দিশেহারা হয়ে পড়েছি। লকডাউনের কারণে বই প্রেমিরা মেলায় আসতে পারছেন না। অপর দিকে, করোনার ভয়। আজ শুক্রবার সপ্তাহের ছুটির দিন। ভাবছি লোকজন আসবে, কিন্তু পাঠক বা ক্রেতাদের কোন সাড়া পাচ্ছি না। প্রকাশকদের মতে, সব মিলিয়ে এবারের বই মেলায় ক্ষতিই হচ্ছে

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore