Wednesday 8 May, 2024

For Advertisement

খুলনায় আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

24 March, 2023 10:14:32

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শেখ আনসার আলীকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জুমার নামাজ পড়ে নগরীর শিরোমনি এলাকার ভাড়া বাড়িতে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়।

আনসার আলী উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী জাকির হোসেন হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন।

জানা যায়, সম্প্রতি জামিন নিয়ে দিঘলিয়া ছেড়ে শিরোমনি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন আনসার। শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার সময় শিরোমনির লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনটি গুলি তার শরীরে লাগে; এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান যুগান্তরকে জানান, আনসারের শরীরে তিনটি গুলি লেগেছে। ঘটনাস্থল থেকেই আমরা দুই রাউন্ড গুলি উদ্ধার করেছি। এটি পিস্তল বা রিভলবারের গুলি হতে পারে। তিনজন দুর্বৃত্ত গুলি করার পর মোটরসাইকেলে করে পালিয়ে গেছে। গাজী জাকির হোসেন হত্যা মামলার আসামি ছিলেন আনসার আলী। তবে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন কিনা জানা নেই। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজী জাকির হোসেন গত বছরের ১ আগস্ট দিবাগত রাত ১টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে একই বছরের ১২ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore