Thursday 25 April, 2024

For Advertisement

নোয়াখালীতে স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা

22 September, 2022 11:26:13

নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড লক্ষ্মী নারায়ণপুর এলাকা থেকে তাসনিয়া হোসেন অদিতা (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের দুই হাত ও গলা কাটা ছিল।

লাশ অর্ধনগ্ন থাকায় পরিবারের দাবি, তাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত তাসনিয়া হোসেন অদিতা ওই এলাকার মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। সে নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় মারা যান রিয়াজ হোসেন সরকার। জাহান মঞ্জিলের একটি কক্ষে দুই মেয়েকে নিয়ে থাকতেন রিয়াজের স্ত্রী রাজিয়া সুলতানা। তিনি শহরের একটি বিদ্যালয়ে শিক্ষক।

নিহতের মা রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, সকালে নিজ বাসা থেকে বের হয়ে বিদ্যালয়ে যান তিনি। দুপুর ১২টার দিকে প্রাইভেট শেষে বাসায় আসে অদিতা। এরপর থেকে বাসায় সে একাই ছিল। সন্ধ্যায় বাড়িতে ফিরে এসে ঘরের মূল দরজায় তালা দেখতে পান তিনি। তালা খুলে ভেতরে প্রবেশ করে সামনের কক্ষের আলমেরিতে থাকা জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেলেও অদিতাকে দেখেননি। কিছুক্ষণ পর ঘরের ভেতরের একটি কক্ষ লাগানো দেখতে পেয়ে খুলে ভেতরে প্রবেশ করে বিছানার ওপর অর্ধনগ্ন, গলা ও দুই হাতের রগ কাটা অবস্থায় অদিতার লাশ পড়ে থাকতে দেখেন তিনি।

তিনি আরও অভিযোগ করে বলেন, এলাকার কিছু বখাটে দীর্ঘদিন ধরে অদিতাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এ বিষয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। গত কয়েকদিন ধরে অদিতাকে ধর্ষণ করবে বলে বাড়ির সামনে এসে তাকে হুমকি দিত কয়েকজন। তিনি ঘরে না থাকার সুবাদে কেউ ঘরে প্রবেশ করে অদিতাকে ধর্ষণ করে গলা ও হাতের রগ কেটে হত্যা করে ঘরে লুটপাট করেছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অদিতাকে ধর্ষণের পর গলা ও হাতের রগ কেটে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে ৩জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore