Saturday 20 April, 2024

For Advertisement

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৬

27 July, 2021 7:25:53

ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধসে অন্তত পাঁচ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছ। মঙ্গলবার দুপুরে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। অন্যদিকে একই দিনে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি তারিকুল ইসলাম জানান, পাহাড় ধসে বালুখালী ক্যাম্প-১০ এর জি-৩৭ ব্লকের শাহ আলমের স্ত্রী দিল বাহার (৪২), তার শিশু সন্তান শফিউল আলম (৯), জি-৩৮ ব্লকের মোহাম্মদ ইউসূফের স্ত্রী গুল বাহার (২৫), তার আড়াই মাসের শিশু সন্তান আব্দুর রহমান ও কন্যা আয়েশা সিদ্দীকার (১) মৃত্যু হয়েছে।

পালংখালি ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ঢাকাটাইমসকে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিবৃষ্টির কারণে পাহাড় ধস হয়েছে। এতে পাঁচ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে। অপর এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

স্থানীয় সূত্র ও ক্যাম্পের বাসিন্দারা জানান, গত তিন দিনের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ভোর থেকে টানা বৃষ্টি হচ্ছিল। এতে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের অন্তত লক্ষাধিক বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে।

প্লাবিত হওয়া ক্যাম্পগুলো হলো কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১ নং ক্যাম্প, টেকনাফের ২৬ নং ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪ নং ক্যাম্প, ২৭ নং ক্যাম্প ও মধুছড়া ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা বসতি পানিতে তলীয়ে গেছে।

গফুর উদ্দিন চৌধুরী বলেন, বৃষ্টিপাত এভাবে চলতে থাকলে আরও ছোট ছোট টিলা ধসে পড়ার শঙ্কা রয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore