Monday 3 June, 2024

For Advertisement

মাতুয়াইলে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত

21 January, 2022 10:44:48

রাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে বেপরোয়া বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার সকাল ৭টার দিকে মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইন্সটিটিউটের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন আক্তার (৩৫), মেয়ের স্বামী রিয়াজুল (৪৫)। আর আহত হয়েছে শারমিনের মেয়ে বৃষ্টি আক্তার (৬) এবং সিএনজি চালক রফিক (৪২)।

জানা গেছে, নিহত শারমিনের বাড়ি বরিশাল উজিরপুরে। তার মা সাহেদা বেগম মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি। বাবাকে নিয়ে তিনি দেশের বাড়ি থেকে ঢাকায় তার মাকে দেখতে আসছিলেন। সকালে বরিশাল থেকে লঞ্চযোগে সদরঘাটে আসেন। সেখান থেকে সিএনজি যোগে মহাখালী যাওয়ার পথে দুর্ঘটনার স্বীকার হন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি গাড়ি মাতুয়াইলে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। চালকসহ গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore