Thursday 9 May, 2024

For Advertisement

দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াবে সৌদি আরব ও পাকিস্তান

24 March, 2024 1:54:47

পারস্পরিক সুবিধায় একসঙ্গে কাজ করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে সৌদি আরব ও পাকিস্তান।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং দেশটিতে সফররত সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান দ্বিপক্ষীয় এক বৈঠকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির এমন সংকল্প পুনর্ব্যক্ত করেন।

শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে জারদারির সঙ্গে বৈঠকে বসেছিলেন খালিদ বিন সালমান। খবর ডনের।

বৈঠকটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং পাকিস্তানে সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদ আল-মালকিও উপস্থিত ছিলেন।

পরবর্তী সময়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজ ও জেনারেল মুনিরের সঙ্গে একটি পৃথক বৈঠক করেন এবং পাকিস্তান দিবসের প্যারেডেও অংশ নেন।

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে জারদারি বলেন, পাকিস্তান সৌদি আরবের সঙ্গে তার সম্পর্কের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়। কারণ উভয় দেশই পারস্পরিক বিশ্বাস ও ঐতিহাসিক সম্পর্কের কারণে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন রয়েছে।

জারদারি এ সময় দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য সৌদি আরবকে আন্তরিকভাবে ধন্যবাদও জানান তিনি।

বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীও দুই দেশের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক, কৌশলগত এবং প্রতিরক্ষা সহযোগিতার কথা উল্লেখ করেন।

খালিদ বিন সালমান বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে উভয় দেশেরই একসঙ্গে কাজ করা এবং একে অপরকে সমর্থন করা উচিত।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore