Wednesday 8 May, 2024

For Advertisement

এবার রেড ক্রিসেন্ট ভবনে ইসরাইলি বিমান হামলা

18 May, 2021 6:03:17

ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় কাতারি রেড ক্রিসেন্ট সোসাইটির (কিউআরসিএস) কার্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছেন। খবর-আলজাজিরার।

সোমবার সংস্থাটির পক্ষ থেকে এক টুইটে বলা হয়, তাদের অফিসে ইসরাইলি দখলদার বাহিনী হামলা চালিয়েছে।

গাজায় কাতারি রেড ক্রিসেন্টের প্রধান কার্যালয়ে হামলা চালানোয় নিন্দা জানিয়েছে সংস্থাটি। তারা বলছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে ত্রাণ কর্মীদের কাজ করতে সুযোগ দেওয়া উচিত।

কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব আলি বিন হাসান আল-হামাদি ইসরাইলি হামলাকে জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। ইসরাইল জেনেভা কনভেনশনে স্বাক্ষর করেছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির ভবনে ইসরাইলি বাহিনীর হামলার ঘটনায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীও নিন্দা জানিয়েছেন। তিনি মানবিক সহায়তা ও সংবাদমাধ্যমের প্রতিষ্ঠানে হামলা আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন।

এর আগে আলজালা ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সেই ভবনটিতে আলজাজিরা ও এপির কার্যালয়সহ বেশ কিছু গণমাধ্যমের অফিস ও ফ্ল্যাট ছিল।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore