Friday 19 April, 2024

For Advertisement

ফেইসের স্পট কমিয়ে ব্রাইট ন্যাচারাল লুক পেতে এসেন্স এবং ক্রিম

19 June, 2021 6:27:12

এইতো! এখন থেকে ঠিক এক মাস আগের কথা। নানা কারণে আমার স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছিল। পাশাপাশি, স্কিনটা কেমন যেন মলিন হয়ে থাকত। তার উপর, ফেইসে একনে স্পটতো ছিলই। তাই, আমি এমন কিছু খুঁজছিলাম যা আমার ফেইসের স্পট কমিয়ে ব্রাইট লুক পেতে হেল্প করবে। এমন সময়, আমি Neko এর ব্রাইটেনিং এসেন্স এবং ব্রাইটেনিং ক্রিম প্রোডাক্ট দুটি সম্পর্কে জানতে পারি। এই একমাসেই এই প্রোডাক্ট দুটি ব্যবহার করে আমি যে বেনিফিটস পেয়েছি, তাতে মনে হয়েছে এর সাথে আমার এক্সপেরিয়েন্স সবার সাথে শেয়ার না করলেই নয়। ফেইসের স্পট কমিয়ে ব্রাইট এবং একটা ন্যাচারাল লুক তো দিয়েছেই, সাথে সাথে আগের চেয়ে স্কিন অনেক স্মুথ হয়েছে। কোরিয়ান ব্যান্ড দেখে কেনার আগেই কিছুটা ভরসা কাজ করছিল। চলুন তাহলে আজকে জেনে নেই, এই প্রোডাক্ট দুটির বেনিফিটস নিয়ে কিছু কথা।

(১) নেকো ব্রাইটেনিং এসেন্স (Neko Mao Rejuvenation Premium Gold Brightening Essence)
ফেইসের স্পট কমিয়ে ব্রাইট ন্যাচারাল লুক ফিরিয়ে আনতে Neko Mao Rejuvenation Premium Gold Brightening Essence খুব ভাল একটি এসেন্স। লাইট ওয়েট তাই খুব তাড়াতাড়ি ফেইসে মিশে যায়।

হায়ালুরনিক অ্যাসিড থাকায় স্কিনকে ময়েশ্চারাইজড করে রাখে।
স্কিনে নারিসমেন্ট সরবরাহ করে থাকে।
ফেইসের রেডিয়েন্ট গ্লো ফিরিয়ে আনে।
এই এসেন্স-এ স্নেইল সেকরেশন ফিলটারেট রয়েছে, যার ফলে ফেইসের কোলাজেন প্রোডাকশন বাড়ে।
রেগুলার ব্যবহারে এন্টি-এজিং বেনিফিটস পাওয়া যায়।
এছাড়াও ফেইসের রিঙ্কেস, ফাইন লাইন্স কমে আসে।
ফেইসকে স্মুথ করে।
চোখের নিচের পাফিনেস কমে আসে।
গ্যানোডার্মা লুসিডাম এক্সট্র্যাক্ট থাকার ফলে, ফেইসকে নতুন করে উজ্জীবিত করে।
সেন্সিটিভ ফেইসে কোন ধরণের ইরিটেশন হয় না।
এতে রয়েছে রেড গিংসেং ফলে, ফেইসের বাইরের আবরণ শক্তিশালী হয়।
এই এসেন্সে একদম মাইল্ড একটি স্মেল দেয়।
(২) নেকো ব্রাইটেনিং ক্রিম (Neko Mao Rejuvenation Premium Gold Brightening Cream)
যেহেতু, Neko এর ব্রাইটেনিং এসেন্স এ আমি আসলেও উপকার পেয়েছি। তাই এসেন্স ব্যবহারের পর মনে হয়েছে, Neko Mao Rejuvenation Premium Gold Brightening Cream ব্যবহার করলে আমার ফেইসে হয়ত আরও ইম্প্রুভ হবে। মজার ব্যাপার হল, আসলেই তাই হয়েছে। এসেন্স এবং ক্রিমটি এক সাথে ব্যবহার করে আমার ফেইসের স্পট কমিয়ে ব্রাইট লুক তো এসেছেই পাশাপাশি, আরও অনেক বেনিফিটস পেয়েছি। আর ক্রিমটি ব্যবহার করে মনে হয়েছে, এসেন্স এবং ক্রিমটি একটি অন্যটির পরিপূরক।

ক্রিমটি ফেইসের ডার্ক স্পট কমিয়ে ফেইসকে ব্রাইট করে।
ফেইসকে লং টার্মের জন্য ময়েশ্চারাইজড করে। ফলে, স্কিন পুনরায় উজ্জীবিত হয়।
এন্টি-অক্সিডেন্ট প্রপারটিজ থাকায়, ফ্রি-রেডিকেলস থেকে ফেইসকে রক্ষা করে।
ফেইসের সেলগুলোকে পুনরায় গঠন করতে সাহায্য করে।
স্কিনকে স্মুথ করে।
কোলাজেন প্রোডাকশন বাড়াতে সাহায্য করে ফলে, ফাইন লাইন্স রিংকেলস কমে আসে।
ফ্রেকেলস বা কোন রকম র‍্যাশ থাকলে তা কমিয়ে এনে, ফেইসকে ব্রাইট করে থাকে।
এই ক্রিমটির স্মেলও কিন্তু খুব সুন্দর এবং রিফ্রেশিং।
দাম কেমন হবে?
কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্টের দাম একটু বেশি হলেও আমার কাছে এই প্রোডাক্টগুলোর দাম অনেক রিজনেবল লেগেছে।

আমার কেন এত ভাল লেগেছে প্রোডাক্ট দুটি?
এত এত বেনিফিটস পাওয়ার সাথে সাথে ভাল লাগার আরেকটি কারণ হচ্ছে এর কুলিং ইফেক্ট। অ্যাপ্লাই করার পর ফেইসে অনেকটা ঠাণ্ডা ঠাণ্ডা একটা ফিল হয়। আমার কাছে মনে হয়েছে, গরমে ব্যবহার করার জন্য উপযুক্ত একটি এসেন্স এবং ক্রিম এই দুটি। ব্যবহারের পর আরামদায়ক একটি ফিল দিয়ে থাকে। এছাড়া এসেন্স এবং ক্রিমটির কালারও খুব সুন্দর, দেখতে অনেকটাই মেল্টেড গোল্ডের মত। আর সাইজে ছোট হওয়ায় আমার জন্য অনেক ভালো হয়েছে, বাহিরে যাওয়ার সময়ও আমি ব্যাগে সহজেই ক্যারি করতে পারি।

নেকো ব্র্যান্ডের আরেকটি ক্রিম রয়েছে, নেকো হোয়াইটেনিং ক্রিম। যেহেতু নেকো ব্র্যান্ড এর দুটি প্রোডাক্টই আমার ভাল লেগেছে, তাই ভাবছি সামনে এই ক্রিমটিও ব্যবহার করে দেখবো কেমন।

কোথায় পাওয়া যাবে?
আসলে আমার এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল, আমার স্কিনের প্রবলেম জানিয়ে সাজগোজের ফেইসবুক পেইজে ইনবক্স করতে। তারা সমস্যা অনুযায়ী সমাধান দেয়ার চেষ্টা করবে। তাই, সাজগোজের ফেইসবুক পেইজে ইনবক্স করেছিলাম, আমার সমস্যা জানিয়ে। এবং তারাই আমাকে এই ব্র্যান্ড এর প্রোডাক্ট সাজেস্ট করেছিল। আপনারাও খুব সহজেই এই এসেন্স এবং ক্রিম দুটি অর্ডার করতে পারবেন শপ.সাজগোজ.কম থেকে। অথেনটিক সব প্রোডাক্ট এর জন্য সাজগোজ-ই আমার ভরসা। এছাড়া তাদের দুটি আউটলেট থেকে গিয়েও কিনে নিতে পারেন। আউটলেট দুটির একটি, যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত। এছাড়াও স্কিন বা হেয়ার কেয়ার রিলেটেড যে কোন প্রোডাক্ট কিনতে চাইলেও সাজগোজ থেকে নিতে পারেন।

আশা করি, আজকের রিভিউটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore