ইন্টারনেট
হোম / টিপস / বিস্তারিত
ADS

এই গরমে পায়ের দুর্গন্ধ দূর করার সহজ উপায় জেনে নিন

20 May 2021, 11:50:13

দিনের শুরুতে জুতা পড়ে বের হন আর দিনশেষে পা থেকে বের হয় বিকট দুর্গন্ধ। জেনে নিন জুতা এবং স্যান্ডেল দুটি পরিহিত অবস্থায় দুর্গন্ধ দূর করার উপায়…

জুতা পরার ক্ষেত্রে যা করবেনঃ

১. প্রথমত প্রতিদিন পরিষ্কার মোজা পরবেন এবং কখনো সিনথেটিক মোজা পরবেন না। আপনার জন্য সুতিই সেরা। অন্যদিকে একই জুতা পরপর দুদিন পরা বাদ দিলেও দারুন উপকার পাবেন।

২. জুতা পরার আগে পায়ে ভালো মত ডিওডোরেন্ট স্প্রে করুন। তারপর মোজা পরুন।

৩. জুতা পরার আগে ভেতরে ট্যালকম পাউডার ছিটিয়ে নিন। ঘাম প্রতিরোধ করে এমন পাউডারও দিতে পারেন। তারপর জুতা পরুন।

৪. খুব বেশী টাইট বা খুব বেশী ভারী জুতা পরবেন না।

স্যান্ডেল পরার ক্ষেত্রে যা করবেনঃ

১. পানিতে বেকিং সোডা গুলে নিন। সেই পানিতে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে নিজের পা ভালো করে মুছে নিন। পানি নিজে থেকেই শুকাতে দিন।

২. কাপড়টি ভালো করে চিপে সেটা দিয়ে স্যান্ডেলের ভেতরের দিকটাও মুছে নেবেন। কাপড় যেন খুব বেশী ভেজা না থাকে।

৩. এবার পায়ে ডিওডোরেন্ট স্প্রে করুন। তারপর স্যান্ডেল পরুন। দেখবেন, সারাদিন দুর্গন্ধের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাবেন আপনি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: