Friday 19 April, 2024

For Advertisement

জেনে নিন মাছি তাড়ানোর সহজ উপায়

27 September, 2022 10:50:27

মাছি নানা ক্ষতিকর জীবাণু বহন করে থাকে। ময়লা জায়গায় মাছি বসে খাবার-দাবাররে ওপরে বসলে তা সংক্রমিত হতে পারে। তবে বাড়ি থেকে মাছি দূর করতে চাইলে সবচেয়ে কার্যকরী উপায় ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। আজ পাঠকদের জহন্য থাকছে মাছি তাড়াতে কী করতে পারে।অ্যাপেল সাইডার ভিনেগার

** একটি গ্লাসে সামান্য অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে গ্লাসের মুখটি সেলোফেন পেপার বা সাদা প্লাষ্টিকের পেপার দিয়ে মুড়িয়ে দিন।

** একটি টুথপিক দিয়ে সেলোফেন পেপারের মাঝেখানে ছিদ্র করুন। মাছির আকারে যেন মাছি ভিতরে ডুকতে পারে এমন। কিন্তু বের হতে পারবে না এমন।

**ভিনিগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে ভিতরে ঢুকে আটকে যাবে মাছি। যে স্থানে সবচেয়ে বেশি মাছির আনাগোনা সেখানে রাখুন।

কাগজের চোঙা

**একটি লম্বা পানির পাত্র বা ফুলদানিতে যেকোনো তরল পদার্থ ভরে নিন। এরপর কাগজ দিয়ে চোঙা বানিয়ে ওই পাত্রে রাখুন।

** তরল পদার্থের প্রতি আকৃষ্ট হয়ে মাছি কাগজের চোঙা দিয়ে ভিতরে ঢুকবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না।

খাবার ভালো করে ধুয়ে নিন

** ফল, শাক-সবজি ভালোভাবে ধুয়ে রেখে দিন। পচনশীল ফলের সঙ্গে লেগে অন্য ফলের উপরিভাগ কেমন বা হলকা পঁচা পঁচা রসের সৃষ্টি করে। এমন কিছু চোখে পড়লে সেই ফল ও সবজিগুলিকে ভালোভাবে ধুয়ে নিন।

** বাড়িতে বেশি পাকা ফল থাকলে খেয়ে ফেলুন। সামান্য পচন ধরলেও তা ফেলে দিন। অধিক পাকা ফল মাছিদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে।

বংশবিস্তার যাতে না করে সেদিকে খেয়াল রাখুন

** বাড়ির বাইরে নোংরা আবর্জনা থাকলে তা ঢেকে রাখতে হবে।

** ঘন ঘন আবর্জনা সরিয়ে ফেললে মাছির উপদ্রব কমবে। কারণ, মাছি আবর্জনার স্তূপেই ডিম পাড়ে। তাই আবর্জনা জমতে না-দেওয়াই ভালো।

** বাড়িতে আবর্জনা ফেলার ডাস্টবিন থাকলে ঢাকনা দিয়ে রাখবেন।

ফ্রিজের নীচে এবং আশেপাশে পরিষ্কার করুন

** প্রতিদিন ভালোভাবে রান্নাঘর পরিষ্কার করুন।

** ফ্রিজের নীচে বা আশপাশে ভালো করে পরিষ্কার করতে হবে। যাতে এখানে খাবার টুকরা পড়ে না থাকে।

** পাকা ফলের রস লেগে মাছিদের আকৃষ্ট করতে পারে। এমন দেখলে মুছে ফেলুন।

** রান্নাঘরে চুলার ওপরেও খাবার লেগে থাকে। সেগুলো ভালো পরিষ্কার করুন।

** বাসন মাজার ভেজা স্ক্রাবার, ঘর মোছার কাপড়, রান্নাঘর থেকে দূরে রাখুন।

সূত্র : এই সময়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore