Saturday 20 April, 2024

For Advertisement

লিপস্টিক ও নেইলপলিস যেভাবে লাগালে টিকে থাকবে বহুক্ষণ

17 August, 2022 6:27:45

সকালে লিপস্টিক লাগিয়ে অফিসে গেলেন। ধরুন ঘুরতেই গেলেন। দিব্যি ফিটফাট লুক নিয়েই দিন শুরু। গন্তব্যে পৌঁছে কফিশপে এক্সপ্রেসো নাহয় অফিসে এক কাপ চা। ব্যাস লিপস্টিক উঠে মলিন হয়ে উঠেছে ঠোঁট। অর্ধেক লিপস্টিক উঠে গেছে। আবার নতুন করে লিপস্টিক দেওয়ার হ্যাপো শুরু হলো। একই ঘটনা নেলপলিসের ক্ষেত্রেও। লাগানোর পর ভীষণ সুন্দর দেখায়। কদিন যেতে না যেতেই কেমন বাজে দেখায় নখগুলো।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপায় কি তবে? ভালো ও দামি নেইলপলিস কেনা? না এমন কিছু না। সহজ কিছু পদ্ধতি অনুসরণ করলে সহজেই লিপস্টিক কিংবা নেইলপলিশ টিকিয়ে রাখতে পারবেন অনেকক্ষণ। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি:

লিপস্টিক ঠোঁটে দেওয়ার আগে ঠোঁট এক্সফোলিয়েট করুন। মানে ঠোঁটের সব মৃত কোষ পরিষ্কার করে নিন।
লিপস্টিক লাগানোর আগে লিপ প্রাইমার ব্যবহার করতে পারেন। প্রাইমার ব্যবহারে লিপস্টিক অনেকক্ষণ টিকে থাকে।
প্রথমে লিপস্টিক লাগিয়ে একবার টিস্যু পেপার দিয়ে বাড়তি রঙ তুলে ফেলুন। এবার মোটা ব্রাশ ব্যবহার করে ঠোটে ট্রান্সলুসেন্ট পাউডার লাগান। আবার লিপস্টিক দিন। অনেকক্ষণ টিকে থাকবে।
ঠোঁট নরম রাখুন। সেজন্যে নারকেল তেল লাগাতে পারেন ঠোঁটে।
ঠোঁটে চিনি আর মধুর মিশ্রণ লাগান। কিছুক্ষণ মিশ্রণ মাখিয়ে অপেক্ষা করুন। অবশেষে পুরোনো ব্রাশ দিয়ে ঘষে ঘষে ঠোঁট পরিষ্কার করুন। এবার লিপস্টিক লাগিয়ে দেখতে পারেন।
নেইলপলিস
নেইল পলিশ দেওয়ার আগে তুলো দিয়ে নখে সামান্য সাদা ভিনেগার মাখিয়ে নিন

নেইলপলিশের ক্ষেত্রে করনীয়

কখনই একবারে নখে একাধিক কোট করবেন না। এতে দ্রুত নেইলপলিশ উঠে যায়। প্রথমবার নখ শুকোনোর পরে দ্বিতীয় কোট লাগান।
নেইলপলিশ দেওয়া শেষে গরম পানি বা হেয়ার ড্রায়ারে হাত দিয়ে দ্রুত শুকোনোর চেষ্টা করবেন না।
নেইলপলিশ শুকোনোর জন্যে ঠাণ্ডা পানিতে হাত চুবিয়ে রাখুন।
পলিশ লাগানোর আগে নেইলপলিশের বোতল ভালোমতো ঝাঁকিয়ে নেন অনেকে। এমনটা করবেন না। হাতের তালুতে একটু রঙ নিয়ে রোল করুন। ঝাঁকির ফলে যে বুদবুদ হয় তা নখের রঙ চটে দেয়।
নেইল পলিশ দেওয়ার আগে তুলো দিয়ে নখে সামান্য সাদা ভিনেগার মাখিয়ে নিন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore