Saturday 27 April, 2024

For Advertisement

চালু এসএ টিভি, বন্ধ চ্যানেল নাইন

21 May, 2021 5:32:52

চালু হয়েছে বেসরকারি টেলিভিশন এসএ টিভি । স্যাটেলাইটের বকেয়া ভাড়া পরিশোধ করার পর এসএ টিভি চালু হলেও বন্ধ রয়েছে চ্যানেল নাইনের সম্প্রচার ।

বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) গতকাল বৃহস্পতিবার (২০ মে) মধ্যরাতে টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধ করে দেয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ করে দুই টেলিভিশন। পরে আজ শুক্রবার (২১ মে) বেলা পৌনে ২টার দিকে এসএ টিভির সম্প্রচার আবার চালু হয়।

স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘চ্যানেল দুটির সামান্য কিছু টাকা বাকি পড়েছিল, এজন্য সম্প্রচার বন্ধ করেছিলাম।’

কত টাকা বাকি- জানতে চাইলে শাহজাহান মাহমুদ বলেন, ‘এটা বলা যাবে না। সামান্য কিছু টাকা। তবে এটুকু বলতে পারি আমাদের চ্যানেলগুলো যে পরিমাণ টাকা দেয় সে অনুপাতে এটা অত্যন্ত সামান্য।’

এসএ টিভির সম্প্রচার চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করছি, চ্যানেল নাইনও রোববার সকাল ১০টার মধ্যে ঠিক হয়ে যাবে।’

চ্যানেল নাইনের অনুষ্ঠান বিভাগের একজন প্রযোজক গণমাধ্যমকে জানান, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন বেসরকারি টেলিভিশনের কাছ থেকে ভাড়া অগ্রিম নেয়। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অগ্রিম ভাড়া ১ কোটি টাকার মতো পরিশোধ করতে বৃহস্পতিবার চিঠি আসে।’

এরপর ৪০ লাখ টাকা জমা দেয়া হয়। বাকি টাকা দিয়ে যত দ্রুত সম্ভব পরিশোধ করে টেলিভিশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বেসরকারি টেলিভিশনগুলো আগে মূলত সিঙ্গাপুর ভিত্তিক স্যাটেলাইট ব্যবহার করত। সেখানে ভাড়া পরিশোধে অগ্রিম দেয়ার ব্যাপার ছিল না। তবে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকে অগ্রিম ভাড়া পদ্ধতি চালু হয়। আর এটিই সমস্যা তৈরি করেছে বলে দাবি করেন তিনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore