পুরনো টুইটে রিপ্লাই দেয়া যাবে
পুরনো টুইটে রিপ্লাই সীমিত করার ফিচারটি ২০২০ সালে নিয়ে এসেছিল টুইটার। সেটিকেই আরও নতুনভাবে ইউজারদের জন্য আনা হয়েছে। এই ফিচারেকে ওই টুইটের রিপ্লাই করতে পারবেন, সেটা ঠিক করতে পারবেন ইউজাররা নিজেই। এর আগে কোনও ব্যক্তির টুইটের পরই তিনি মন্তব্য করতে পারবেন কি না, সেটা ঠিক করা যেত। কিন্তু নয়া ফিচারে শুরুতেই তা করা সম্ভব হবে।
কীভাবে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন ইউজাররা?
টুইট করার পর ইউজারকে পাশের তিনটি ডটে ক্লিক করতে হবে। এরপরই পপ-আপে একটি মেনু খুলবে। এখানেই ইউজাররা নতুন একটি অপশন পাবেন। সেখানেই তারা ঠিক করতে পারবেন, কে ইউজারের টুইটে রিপ্লাই করতে পারবেন।
টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে টুইটার ব্যবহার করতে ইউজারদের যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেজন্যই নয়া এই ফিচার আনা হয়েছে। তবে এক্ষেত্রে ইউজারের ব্যবহৃত অ্যাপটিকে সবসময় আপডেট করে রাখতে হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: